মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

দগ্ধ আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১: ০১
বাবার সঙ্গে আয়মান। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় আয়মান (১০) নামে ওই শিশুর মৃত্যু হয়।

শিশু আয়মান মাইলস্টোন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। সে ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় ছোট্ট আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

শুক্রবার সকাল ১০টার দিকে হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ও ইউনাইটেড হাসপাতালে একজন করে মোট ৩২ জনের মৃত্যু হলো।

একই ঘটনায় আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে ৫১ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে একজন করে চিকিৎসাধীন রয়েছে।

গত ২১ জুলাই দুপুর সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে’

তিনি বলেন, জুলাইয়ে যে ঘটনাগুলো, ঘটেছে এটা হচ্ছে সত্য। কিন্তু এই সত্যকে অবলম্বন করে সত্যের সত্যকে নিয়ে যদি আমরা আমাদের ন্যারেটিভ নির্মাণ না করি, তাহলে একসময় আমাদের এ গল্পগুলো হারিয়ে যাবে। ফলে জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে।

১৩ ঘণ্টা আগে

ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার টাকা

১৪ ঘণ্টা আগে

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্যপদ পেতে পারে।’

১৪ ঘণ্টা আগে

আরএফএলে নিয়োগ, পদসংখ্যা ৫০

১৪ ঘণ্টা আগে