সচিবালয়ের গেট ভেঙে ভেতরে শিক্ষার্থীরা, টিয়ার গ্যাস-রাবার বুলেটে ছত্রভঙ্গ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬: ১৬

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। পুলিশ ও সেনাবাহিনী টিয়ার গ্যস ও রাবার বুলেত ছুড়ে তদের ছত্রভঙ্গ করে দিয়েছে৷

এ সময় সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে দুপক্ষ আবারও মুখোমুখি হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রথমে পিছু হটলেও পরে ফের সচিবালয়ের দিকে এগিয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন হালনাগাদ কররা সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

এ দিন প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেও না পারলে পরে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীর সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়৷

এ সময় দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা ছাড়াও রাবার বুলেট ছোড়া হয়। সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা এক হাজার থেকে ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্

১০ ঘণ্টা আগে

দেশজুড়ে ভ্যাপসা গরম, ৫ বিভাগ ও ৫ অঞ্চলে তাপপ্রবাহ

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১১ ঘণ্টা আগে

গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট তালিকায় টানা ৩ বছর শীর্ষে হুয়াওয়ে

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দিয়ে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।

১১ ঘণ্টা আগে

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজ

১১ ঘণ্টা আগে