রামেক থেকে বহিষ্কৃত

ইন্টার্ন না করেই বেতন-সনদ তুললেন সেই ছাত্রলীগ নেতা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫: ৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান সিয়ামের বিরুদ্ধে ইন্টার্নশিপ না করেও চূড়ান্ত সনদ এবং আড়াই লাখ টাকার বেশি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতাল সূত্র জানায়, ডেন্টাল অনুষদের ২৯ ব্যাচের শিক্ষার্থী সিয়াম রামেক শাখা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হামলার ঘটনার জেরে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তবে অভিযোগ রয়েছে, বহিষ্কৃত অবস্থাতেই তিনি ইন্টার্নশিপের চূড়ান্ত সনদ এবং ১২ মাসের জন্য বরাদ্দ ২ লাখ ৪০ হাজার টাকার সরকারি বেতন তুলে নিয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহমদ বলেন, “সিয়াম অত্যন্ত কৌশলে স্বাক্ষর জাল করে বেতন ও সনদ সংগ্রহ করেছে। এটি বিরল ঘটনা। আমরা তদন্ত করছি এবং সংশ্লিষ্ট দপ্তরেও জানিয়েছি।”

তিনি আরও বলেন, এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে লক্ষ্যে হাসপাতালের প্রশাসনিক প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।

সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বেতন উত্তোলনের জন্য ওয়ার্ডের ক্লিনিক্যাল অ্যাটেনডেন্ট ও বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিল আবশ্যক। সেই নিয়ম ভেঙে কীভাবে সিয়াম পুরো প্রক্রিয়া সম্পন্ন করলেন, তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

তদন্ত কমিটির প্রধান রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, “তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন চূড়ান্ত হলে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।”

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নাশকতার মামলায় গ্রেপ্তার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী অজিত বরন সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামি তিনি।

২১ ঘণ্টা আগে

স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

পারিবারিক কলহের জের ধরে বিকেলে স্ত্রীকে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মধ্যরাতে সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক স্বামী। স্ত্রী বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন— এমন সন্দেহ থেকে তাকে হত্যা করেছেন বলে ওই স্বামী জানিয়েছেন পুলিশকে।

২১ ঘণ্টা আগে

শাপলা বিলে ‘টিকটক’ করতে গিয়ে নৌকা ডুবে ২ প্রাণহানি

একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ‘টিকটক’ করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১ দিন আগে

জি এম কাদের দল চালান স্বৈরতান্ত্রিক কায়দায়: আনিসুল ইসলাম

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ। তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন।

১ দিন আগে