গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ‘টিকটক’ করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান জানান, শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মো. বাইজিদ (২৫) ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে ও মো. মাহিন (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।
নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারা সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ‘টিকটক’ করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান জানান, শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মো. বাইজিদ (২৫) ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে ও মো. মাহিন (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।
নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারা সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে।
১ দিন আগেনিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নেতৃত্বে ছাত্র-জনতার ব্যানারে চলছে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।
১ দিন আগেশিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়ালেখার প্রকৃত পরিবেশ তৈরি হচ্ছে না। আরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
১ দিন আগে