‘সুলতানগঞ্জ নৌ বন্দর চালু করতে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন’

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২০: ১৩
শুক্রবার রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দর পরিদর্শন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দর চালু করতে অবকাঠামো, রাস্তাঘাটসহ নানা বিষয় রয়েছে, যেগুলোর দ্রুত সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিএ, এনবিআরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পদ্মায় আমরা নাব্য রাখতে পারব। যদি এখানে (সুলতানগঞ্জে) বন্দর হয়, তাহলে সেটি বজায় রাখতে হবে। ভারতীয় ব্যবসায়ীদেরও এখানে আগ্রহ আছে। আশা করি, তারাও তাদের সরকারকে পদ্মার নাব্য রক্ষায় ভূমিকা রাখার জন্য বলবে।’

উপদেষ্টা আরও বলেন, নদীবন্দর চালুর ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে। অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাটের কাজ দ্রুত শেষ হলে বন্দরের কার্যক্রম শিগগিরই শুরু হবে।

নাব্য রক্ষার ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে এম সাখাওয়াত বলেন, ‘নাব্য বিষয়টি নিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করব। তবে নদীর অন্য প্রান্ত যদি ভারতের হয়, তাহলে আমাদের একার পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সে ক্ষেত্রে তাদের সহযোগিতা চাইতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ।

পরিদর্শনের শুরুতে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল সরেজমিন ঘুরে দেখেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে এনসিপি নেতাকে হুমকি

চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে।

১ দিন আগে

হত্যা মামলার আসামিকে খুন, স্ত্রী-সন্তান আহত

নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।

১ দিন আগে

৩ দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নেতৃত্বে ছাত্র-জনতার ব্যানারে চলছে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

১ দিন আগে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে ব্লকেড রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়ালেখার প্রকৃত পরিবেশ তৈরি হচ্ছে না। আরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

১ দিন আগে