রাজশাহী ব্যুরো
রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। চলতি বছর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ কম। এছাড়া, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৭৪৭টি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখ্খারুল ইসলাম ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, এ বছর এসএসসি পরীক্ষায় বোর্ডে অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।
চেয়ারম্যান বলেন, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, এবার তা কমে হয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া, এ বছর জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৫ হাজার ৭৪৭ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৯৬২ জন ছাত্র এবং ১০ হাজার ৩৬৫ জন ছাত্রী। পাসের হারেও ছেলেরা এগিয়ে—ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ, আর ছাত্রীর ৭৩ দশমিক ৬৪ শতাংশ।
তিনি আরও জানান, বোর্ডের আওতাধীন ৮ জেলার মধ্যে ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বেশ কিছু স্কুল শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।
রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। চলতি বছর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ কম। এছাড়া, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৭৪৭টি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখ্খারুল ইসলাম ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, এ বছর এসএসসি পরীক্ষায় বোর্ডে অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।
চেয়ারম্যান বলেন, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, এবার তা কমে হয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া, এ বছর জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৫ হাজার ৭৪৭ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৯৬২ জন ছাত্র এবং ১০ হাজার ৩৬৫ জন ছাত্রী। পাসের হারেও ছেলেরা এগিয়ে—ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ, আর ছাত্রীর ৭৩ দশমিক ৬৪ শতাংশ।
তিনি আরও জানান, বোর্ডের আওতাধীন ৮ জেলার মধ্যে ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বেশ কিছু স্কুল শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।
হাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।
১০ ঘণ্টা আগেএদিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২২ জন অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
১১ ঘণ্টা আগেকোনো ধরনের নোটিশ ছাড়াই গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হব চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের। সব মিলিয়ে ১১ জনকে অব্যাহতি দেওয়ার ঘটনায় জাপার ভেতর-বাইরে চলছে তোলপাড়।
১৯ ঘণ্টা আগে