নেত্রকোনায় ছাত্রদলের এক আহ্বায়ক ও ৪ সদস্য সচিবকে শোকজ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২৩: ১৪
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

নেত্রকোনায় ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা কমিটি। এই পাঁচজনের মধ্যে একজন একটি কলেজ কমিটির আহ্বায়ক, বাকিরা পৌর ও কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান পাঠানের (প্রান্ত) সই করা চিঠিতে এই পাঁচজনকে কারণ দর্শাতে বলা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী রাতে তার ফেসবুক আইডিতে চিঠিটি পোস্ট করেছেন।

যে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ যাদেরকে দেওয়া হয়েছে তারা হলেন— নেত্রকোণার কেন্দুয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ রাকিব হাসান তন্ময়, দূর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয়ের সদস্য সচিব মাসুদ মির্জা, খালিয়াজুরী কৃষ্ণপুর সরকারি কলেজের সদস্য সচিব বুলবুল আহমেদ এবং আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের আহ্বায়ক রাকিব হাসান রনি ও সদস্য সচিব রকি মিয়া।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপনার সাংগঠনিক দায়িত্বে অবহেলা নেত্রকোনা জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে, যা দলের প্রতি অঙ্গীকার ভঙ্গ ও আপনার ওপর অর্পিত দায়িত্বের সুস্পষ্ট অবহেলার শামিল এবং সম্পূর্ণ দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

এ অবস্থায় কেন ওই পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টায় ছোটবাজারে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নাশকতার মামলায় গ্রেপ্তার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী অজিত বরন সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামি তিনি।

২১ ঘণ্টা আগে

স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

পারিবারিক কলহের জের ধরে বিকেলে স্ত্রীকে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মধ্যরাতে সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক স্বামী। স্ত্রী বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন— এমন সন্দেহ থেকে তাকে হত্যা করেছেন বলে ওই স্বামী জানিয়েছেন পুলিশকে।

২১ ঘণ্টা আগে

শাপলা বিলে ‘টিকটক’ করতে গিয়ে নৌকা ডুবে ২ প্রাণহানি

একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ‘টিকটক’ করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১ দিন আগে

জি এম কাদের দল চালান স্বৈরতান্ত্রিক কায়দায়: আনিসুল ইসলাম

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ। তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন।

১ দিন আগে