সালাহউদ্দিনের কথা ‘ফলল’, ওয়ান-ইলেভেনের পোস্ট ‘ডিলিট’ উপদেষ্টা মাহফুজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ (বাঁয়ে) ও মাহফুজ আলম (ডানে)। মাঝে উপদেষ্টা মাহফুজের পোস্টের স্ক্রিনশট, ওপরেরটিতে পোস্টের প্রাইভেসি সেটিংসে ‘পাবলিক’ ও নিচেরটিতে ‘ফ্রেন্ডস ওনলি’।

দেশে আবারও ওয়ান-ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে আশঙ্কা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, পোস্টটি হয়তো তিনি ডিলিট করে দিতে পারেন।

কয়েক ঘণ্টা পর বিএনপি নেতার কথা আংশিক ফলল। ফেসবুক পোস্টটি কারা দেখতে পাবেন, সেটি পরিবর্তন করেছেন মাহফুজ আলম। ‘পাবলিক’ পোস্টটিকে তিনি ‘ফ্রেন্ডস ওনলি’ করে দিয়েছেন। ফলে পোস্টটি আর সর্বসাধারণের জন্য দৃশ্যমান নেই।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে ওই পোস্ট করেছিলেন মাহফুজ আলম।

মাহফুজ তার পোস্টে লিখেছিল, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

এদিকে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকরা তথ্য উপদেষ্টার ওই পোস্ট সম্পর্কে তার কাছে মন্তব্য জানতে চান। প্রশ্ন করেন, বিএনপি এ রকম কোনো আভাস পেয়েছে কি না।

এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’

সালাহউদ্দিন আহমদের এ ধারণা পুরোপুরি না হলেও কিছুটা সত্য হয়েছে। সোমবার রাত ১০টার পর আর তথ্য উপদেষ্টার ফেসবুক প্রোফাইলে ওই পোস্টটি দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, তার প্রোফাইলে বন্ধু তালিকায় যারা রয়েছেন, কেবল তাদের জন্যই তিনি পোস্টটি উন্মুক্ত রেখেছেন। অর্থাৎ তার বন্ধু তালিকায় যারা নেই তারা আর পোস্টটি

এর আগে মাহফুজ আলমের ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়। বিভিন্নজন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করেন। রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়।

ওই পোস্টে মাহফুজ আলম মূলত ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এ নিয়ে সৃষ্ট রাজনৈতিক মতানৈক্যের জের ধরে দুই বছর মেয়াদে অনির্বাচিত সেনা সমর্থিত শাসনামলের প্রতি ইঙ্গিত করেছিলেন।

ওই সময় রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতার জের ধরে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। সে দিন আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করেন।

এর সূত্র ধরে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমেদ। সে সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ। এ ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে ‘ওয়ান ইলেভেন’ হিসেবে পরিচিতি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

১৬ ঘণ্টা আগে

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

১৮ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : ছাত্রদল

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শ

১৯ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

২১ ঘণ্টা আগে