ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ২০২৫ নির্বাচনে নিপীড়নে অভিযুক্ত জুলিয়াস সিজারসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাউদ্দিন আম্মার নিলয় মঙ্গলবার (১৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। সিজার ও ছাত্রশিবিরের প্রার্থীদের ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদও জানান তারা।
জুলিয়াস সিজার নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র ইউনিয়ন বলছে, শিক্ষার্থীদের নিপীড়ন করতেন তিনি। অন্যদিকে ছাত্রশিবিরকে যুদ্ধাপরাধী, একাত্তরের গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার বলে অভিহিত করেছে সংগঠনটি।
বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, "প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি, ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত এবং নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। স্বৈরাচারের পেটোয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করেছেন। বিতর্কের মুখে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরে তা পুনর্বহাল করা হয়েছে। আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের দাবি জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে— এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। সে অনুযায়ী, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী ও গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ছাত্রশিবিরের ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরও ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের পক্ষপাত দেখা গেছে।
ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, পরিবেশ পরিষদের (নব্বইয়ে এরশাদ সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর জোট) সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। আজ এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের শেষ দিন। গতকাল সোমবার পর্যন্ত এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫৬৫ জন মনোনয়ন নিয়েছে৷ এর মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীরাও নিয়েছেন মনোনয়ন ফরম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ২০২৫ নির্বাচনে নিপীড়নে অভিযুক্ত জুলিয়াস সিজারসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাউদ্দিন আম্মার নিলয় মঙ্গলবার (১৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। সিজার ও ছাত্রশিবিরের প্রার্থীদের ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদও জানান তারা।
জুলিয়াস সিজার নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র ইউনিয়ন বলছে, শিক্ষার্থীদের নিপীড়ন করতেন তিনি। অন্যদিকে ছাত্রশিবিরকে যুদ্ধাপরাধী, একাত্তরের গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার বলে অভিহিত করেছে সংগঠনটি।
বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, "প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি, ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত এবং নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। স্বৈরাচারের পেটোয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করেছেন। বিতর্কের মুখে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরে তা পুনর্বহাল করা হয়েছে। আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের দাবি জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে— এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। সে অনুযায়ী, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী ও গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ছাত্রশিবিরের ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরও ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের পক্ষপাত দেখা গেছে।
ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, পরিবেশ পরিষদের (নব্বইয়ে এরশাদ সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর জোট) সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। আজ এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের শেষ দিন। গতকাল সোমবার পর্যন্ত এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫৬৫ জন মনোনয়ন নিয়েছে৷ এর মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীরাও নিয়েছেন মনোনয়ন ফরম।
তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শ
২১ ঘণ্টা আগেএর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।
১ দিন আগেব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।
১ দিন আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগে