ডেস্ক, রাজনীতি ডটকম
অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব কৃষ্ণগহ্বরের অস্তিত্ব প্রমাণ করে। যা মহাবিশ্বে ভিন্ন স্থানের সাথে সম্পর্কের একটা সেতু গড়ে দেয়। এই সেতুটি আক্ষরিকঅর্থেই টিউব বা ওয়ার্মহোলের রূপ নেয়। এটা স্থান-কালের পৃথক সব বিন্দুকে এক ছাদের নীচে নিয়ে আসে।
সংযুক্ত করে অন্য বিন্দুকে।
বিষয়টি সহজে বুঝতে, দ্বিমাত্রিক একটা এ ফোর কাগজ বিবেচনা করুন। দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে ইংরেজি ‘ইউ’ আকৃতির করুন।
এর ফলে দুটো স্থানের দূরত্ব কমে গেল! কিন্তু কাগজ সোজা করে ফেললে ছিদ্র দুটোর দূরত্ব বেশ বেড়ে যাবে। এটাই ওয়ার্মহোলের কামাল! এক কথায়, ওয়ার্মহোল দুটো স্থানের ‘শর্টকাট’ হিসেবে কাজ করে।
ধারণা করা হয়, ওয়ার্মহোলের ভেতর আলোর চেয়ে বেশি বেগে চলবে সব। কাছের বা হাজারো আলোকবর্ষ দূরের কিছু সময়ের অবস্থান সাপেক্ষে একাধিক স্থানের সাথে এই ক্ষুদ্রবিবর সম্পর্ক গড়ে।
দুটো স্থানকালকে জুড়ে দিয়ে এই তত্ত্বটি ‘সময়-ভ্রমণ’ বা টাইম ট্রাভেলের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। যদিও ওয়ার্মহোলের বিষয়টি এখনো পুরোপুরি তাত্ত্বিক।
এখন পর্যন্ত ওয়ার্মহোল কাল্পনিক টানেল ছাড়া কিছু নয়। যা স্থান ও সময়ের বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে। সেরা আমাদের মহাবিশ্বের সাথে অন্য মহাবিশ্বের সংযোগও হতে পারে।
অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব কৃষ্ণগহ্বরের অস্তিত্ব প্রমাণ করে। যা মহাবিশ্বে ভিন্ন স্থানের সাথে সম্পর্কের একটা সেতু গড়ে দেয়। এই সেতুটি আক্ষরিকঅর্থেই টিউব বা ওয়ার্মহোলের রূপ নেয়। এটা স্থান-কালের পৃথক সব বিন্দুকে এক ছাদের নীচে নিয়ে আসে।
সংযুক্ত করে অন্য বিন্দুকে।
বিষয়টি সহজে বুঝতে, দ্বিমাত্রিক একটা এ ফোর কাগজ বিবেচনা করুন। দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে ইংরেজি ‘ইউ’ আকৃতির করুন।
এর ফলে দুটো স্থানের দূরত্ব কমে গেল! কিন্তু কাগজ সোজা করে ফেললে ছিদ্র দুটোর দূরত্ব বেশ বেড়ে যাবে। এটাই ওয়ার্মহোলের কামাল! এক কথায়, ওয়ার্মহোল দুটো স্থানের ‘শর্টকাট’ হিসেবে কাজ করে।
ধারণা করা হয়, ওয়ার্মহোলের ভেতর আলোর চেয়ে বেশি বেগে চলবে সব। কাছের বা হাজারো আলোকবর্ষ দূরের কিছু সময়ের অবস্থান সাপেক্ষে একাধিক স্থানের সাথে এই ক্ষুদ্রবিবর সম্পর্ক গড়ে।
দুটো স্থানকালকে জুড়ে দিয়ে এই তত্ত্বটি ‘সময়-ভ্রমণ’ বা টাইম ট্রাভেলের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। যদিও ওয়ার্মহোলের বিষয়টি এখনো পুরোপুরি তাত্ত্বিক।
এখন পর্যন্ত ওয়ার্মহোল কাল্পনিক টানেল ছাড়া কিছু নয়। যা স্থান ও সময়ের বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে। সেরা আমাদের মহাবিশ্বের সাথে অন্য মহাবিশ্বের সংযোগও হতে পারে।
কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
১ দিন আগেএক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।
১ দিন আগেসাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
২ দিন আগে