ডেস্ক, রাজনীতি ডটকম
সাপ দেখতে সোজা আর লম্বাটে প্রাণী হলেও ওরা কখনো সোজাসুজি চলতে পারে না। সব সময় ঢেউয়ের মতো এঁকেবেঁকে এগোয়। কিন্তু কেন সাপ এভাবে চলে?
মূল কারণ লুকিয়ে আছে তাদের শরীরের গঠন আর চলাফেরার ভঙ্গিতে। সাপের পা নেই। তাই অন্য প্রাণীর মতো পায়ে ভর দিয়ে সোজা হাঁটা সম্ভব নয়। এদের চলাচল পুরোপুরি নির্ভর করে শরীরের পেশী আর হাড়ের ওপর।
সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
তাছাড়া সাপের পেটের নিচে বিশেষ ধরনের আঁকাবাঁকা আঁশ থাকে। এই আঁশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। ফলে শরীরের পেছনের অংশ সামনের দিকে ঠেলে দেয় আর সামনের অংশ আরও এগিয়ে যায়। এতে সাপ আঁকাবাঁকা ভঙ্গিতে সহজে সামনে বাড়তে পারে।
এই আঁকাবাঁকা চলার ভঙ্গি সাপের জন্য উপকারীও। এভাবে চলতে গিয়ে সাপ চারপাশের অনেকটা জায়গা দেখতে পায়। এতে শিকার খুঁজে পাওয়া সহজ হয়। আবার এই কৌশল ব্যবহার করে সাপ শিকারকে ঘিরে ফেলতে পারে বা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সাপের আঁকাবাঁকা গতি আসলে তাদের শরীরের গঠন আর পরিবেশের সঙ্গে অভিযোজনের ফল। এতে তারা দ্রুত চলতে পারে, সহজে লুকাতে পারে এবং দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস
সাপ দেখতে সোজা আর লম্বাটে প্রাণী হলেও ওরা কখনো সোজাসুজি চলতে পারে না। সব সময় ঢেউয়ের মতো এঁকেবেঁকে এগোয়। কিন্তু কেন সাপ এভাবে চলে?
মূল কারণ লুকিয়ে আছে তাদের শরীরের গঠন আর চলাফেরার ভঙ্গিতে। সাপের পা নেই। তাই অন্য প্রাণীর মতো পায়ে ভর দিয়ে সোজা হাঁটা সম্ভব নয়। এদের চলাচল পুরোপুরি নির্ভর করে শরীরের পেশী আর হাড়ের ওপর।
সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
তাছাড়া সাপের পেটের নিচে বিশেষ ধরনের আঁকাবাঁকা আঁশ থাকে। এই আঁশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। ফলে শরীরের পেছনের অংশ সামনের দিকে ঠেলে দেয় আর সামনের অংশ আরও এগিয়ে যায়। এতে সাপ আঁকাবাঁকা ভঙ্গিতে সহজে সামনে বাড়তে পারে।
এই আঁকাবাঁকা চলার ভঙ্গি সাপের জন্য উপকারীও। এভাবে চলতে গিয়ে সাপ চারপাশের অনেকটা জায়গা দেখতে পায়। এতে শিকার খুঁজে পাওয়া সহজ হয়। আবার এই কৌশল ব্যবহার করে সাপ শিকারকে ঘিরে ফেলতে পারে বা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সাপের আঁকাবাঁকা গতি আসলে তাদের শরীরের গঠন আর পরিবেশের সঙ্গে অভিযোজনের ফল। এতে তারা দ্রুত চলতে পারে, সহজে লুকাতে পারে এবং দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস
কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
১৯ ঘণ্টা আগেএক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।
২০ ঘণ্টা আগেগণতন্ত্রের মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। সেটা আজকাল কেউ মানে বলে মনে হয় না। সে বাংলাদেশেই হোক বা যুক্তরাষ্ট্র—ক্ষমতাসীন নেতাদের সবাই নিজেদের সর্বেসর্বা মনে করে। গণতন্ত্রের অন্যতম পুরোধা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছিলেন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য
২ দিন আগেলাউ মূলত ৯০ শতাংশেরও বেশি পানি দিয়ে তৈরি। তাই গরমকালে শরীর ঠান্ডা রাখতে এটি দারুণ কাজ করে। যারা নিয়মিত লাউ খান, তারা জানেন যে এটি হজমে সহায়ক, শরীরের অতিরিক্ত তাপ কমায় এবং প্রস্রাবের সমস্যা দূর করে।
২ দিন আগে