বিজ্ঞান

আলোকবর্ষ কাকে বলে?

অরুণ কুমার
প্রকাশ: ০৩ মে ২০২৪, ২১: ১৮
আলোকবর্ষ হলো দূরত্বের একক

আলোকবর্ষ কাকে বলে?

আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।লে আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।

আসলে সময়ের কোনো একক নয়, আলোকবর্ষ হলো দূরত্বের একক।

কেন দূরত্বের একক?

মহাবিশ্বটা অনেক বড়। এত বড়, সেখানে ফিতা দিয়ে দূরত্ব মাপার সুযোগ নেই। কিন্তু কিলোমিটার দিয়েও যদি মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব মাপা যায়, তাহলে অনেক বড় বড় সংখ্যা এসে যায়৷ এত বড় সংখ্যা বলাও যেমন কঠিন, খাতাপত্রে হিসাব করাও কঠিন। তাই আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়, সেই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ।

আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ এক সেকেন্ডে আলো ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।

আলোকবর্ষ আসলে কত কিলোমিটার, সেটা বোঝার জন্য আগে সেকেন্ডের হিসাবটা দেখে নেওয়া যাক। এক বছর হলো (৬০×৬০×২৪×৩৬৫) = ৩,১৫,৩৬,০০০ সেকেন্ডের সমান।

তাহলে এক বছরে আলো পাড়ি দেয় = ৩,১৫,৩৬,০০০×৩,০০,০০০ = ৯৪,৬০,৮০,০০,০০,০০০ কিলোমিটার পথ।

সংক্ষেপে আমরা বলতে পারি এক আলোকবর্ষ হলো ৯.৪৬১ × ১০১২ কিলোমিটার।

এ দুটোই অনেক বড় সংখ্যা। তাই ৯৪,৬০,৮০,০০,০০,০০০ বা ৯.৪৬১ × ১০১২ না বলে ১ আলোকবর্ষ বললে অনেক সুবিধা হয়।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

চোখের দৃষ্টি কমে গেলে কী করবেন?

যখন কেউ লক্ষ্য করেন যে দূরের কিছু ঝাপসা দেখছেন, বা পড়ার সময় লেখার ওপর চোখ ফেললে বারবার চোখে পানি আসছে কিংবা আলোর তীব্রতা চোখে সহ্য হয় না—তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

১ দিন আগে

খেজুরের পুষ্টিগুণ

খেজুরের আরেকটি বড় গুণ হলো এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল কমিয়ে দেয়, যা বার্ধক্য ও ক্যানসারসহ অনেক রোগের জন্য দায়ী।

১ দিন আগে

সোস্যাল মিডিয়ায় বট বাহিনী কীভাবে গুজব ছড়ায়

বট বাহিনী কয়েক হাজার, এমনকি কয়েক লাখ বট অ্যাকাউন্টের মাধ্যমে একসঙ্গে সেই গুজব ছড়িয়ে দেয়। এইসব বট একে অপরের পোস্টে কমেন্ট করে, লাইক দেয়, শেয়ার করে যেন মনে হয় খবরটি জনপ্রিয় এবং অনেকেই তা বিশ্বাস করছে।

১ দিন আগে

ই-টিন নিয়ে বিপদ, কীভাবে করা যায় প্রতিরোধ?

১ দিন আগে