প্রতিবেদক, রাজনীতি ডটকম
কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিটি কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের ‘সামান্য মূল্য’ পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
শুক্রবার (১ আগস্ট) আড়ং তাদের ফেসবুক পেজে ‘নিজের ব্যাগ সঙ্গে আনুন’ শিরোনামে একটি পোস্টে এ তথ্য প্রকাশ করে। আড়ংয়ের এ সিদ্ধান্ত নিয়ে ওই পোস্টের নিচেই পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন অনেকে।
আড়ং বলছে, ১ সেপ্টেম্বর থেকে তারা আর কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে দেবে না। ওই ব্যাগ নিতে হলে গ্রাহককে অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া সব আড়ং আউটলেটে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ, যা আকারভেদে ৬০ টাকা ও ৭৫ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
আড়ং আরও বলছে, গ্রাহকরা নিজেদের সঙ্গে করে শপিং ব্যাগ নিয়েও ঢুকতে পারবেন আউটলেটে। নিজেদের শপিং ব্যাগে করেই তারা কেনাকাটা সম্পন্ন করতে পারবেন।
আড়ং জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমাতে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে, যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া গ্রাহকদের জন্য পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ বছর জুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে। প্রবর্তনমূলক অফার হিসেবে এসব ব্যাগের ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ঘোষণায় আড়ং বলেছে, প্রতিটি পছন্দই গুরুত্বপূর্ণ। এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি।’
আড়ংয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, আড়ংয়ের এ উদ্যোগ শপিং ব্যাগের ব্যবহার কমিয়ে আনতে সহায়ক হবে। বিশ্বের আরও অনেক দেশেই বাড়তি ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে এমন উদ্যোগ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের ব্যবহার কমলে তা কার্বন ফুটপ্রিন্ট কমাতে ভূমিকা রাখবে বলেও মনে করছেন অনেকে। শপিং ব্যাগের জন্য নেওয়া অর্থ গাছ লাগানোর প্রকল্পে খরচ করার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা।
অনেক গ্রাহক অবশ্য আড়ংয়ের সমালোচনা করতে ছাড়েননি। তারা বলছেন, আড়ংয়ের শপিং ব্যাগটিই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে। তাছাড়া আড়ংয়ে পণ্যের দামও নেহায়েত কম নয়। এটি বিবেচনায় আড়ংয়ের শপিং ব্যাগের দাম রাখার সিদ্ধান্তটি ঠিক হয়নি। একে স্রেফ মুনাফা বাড়ানোর কৌশল বলে মনে করছেন অনেকে।
তারা আরও বলছেন, আড়ং শপিং ব্যাগ থেকে পাওয়া অর্থের একাংশ তথা গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থ গাছ লাগানোর জন্য ব্যয় না করে নিজেদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল থেকেই গাছ লাগানোর প্রকল্প পরিচালিত করতে পারে।
কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিটি কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের ‘সামান্য মূল্য’ পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
শুক্রবার (১ আগস্ট) আড়ং তাদের ফেসবুক পেজে ‘নিজের ব্যাগ সঙ্গে আনুন’ শিরোনামে একটি পোস্টে এ তথ্য প্রকাশ করে। আড়ংয়ের এ সিদ্ধান্ত নিয়ে ওই পোস্টের নিচেই পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন অনেকে।
আড়ং বলছে, ১ সেপ্টেম্বর থেকে তারা আর কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে দেবে না। ওই ব্যাগ নিতে হলে গ্রাহককে অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া সব আড়ং আউটলেটে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ, যা আকারভেদে ৬০ টাকা ও ৭৫ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
আড়ং আরও বলছে, গ্রাহকরা নিজেদের সঙ্গে করে শপিং ব্যাগ নিয়েও ঢুকতে পারবেন আউটলেটে। নিজেদের শপিং ব্যাগে করেই তারা কেনাকাটা সম্পন্ন করতে পারবেন।
আড়ং জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমাতে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে, যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া গ্রাহকদের জন্য পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ বছর জুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে। প্রবর্তনমূলক অফার হিসেবে এসব ব্যাগের ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ঘোষণায় আড়ং বলেছে, প্রতিটি পছন্দই গুরুত্বপূর্ণ। এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি।’
আড়ংয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, আড়ংয়ের এ উদ্যোগ শপিং ব্যাগের ব্যবহার কমিয়ে আনতে সহায়ক হবে। বিশ্বের আরও অনেক দেশেই বাড়তি ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে এমন উদ্যোগ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের ব্যবহার কমলে তা কার্বন ফুটপ্রিন্ট কমাতে ভূমিকা রাখবে বলেও মনে করছেন অনেকে। শপিং ব্যাগের জন্য নেওয়া অর্থ গাছ লাগানোর প্রকল্পে খরচ করার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা।
অনেক গ্রাহক অবশ্য আড়ংয়ের সমালোচনা করতে ছাড়েননি। তারা বলছেন, আড়ংয়ের শপিং ব্যাগটিই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে। তাছাড়া আড়ংয়ে পণ্যের দামও নেহায়েত কম নয়। এটি বিবেচনায় আড়ংয়ের শপিং ব্যাগের দাম রাখার সিদ্ধান্তটি ঠিক হয়নি। একে স্রেফ মুনাফা বাড়ানোর কৌশল বলে মনে করছেন অনেকে।
তারা আরও বলছেন, আড়ং শপিং ব্যাগ থেকে পাওয়া অর্থের একাংশ তথা গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থ গাছ লাগানোর জন্য ব্যয় না করে নিজেদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল থেকেই গাছ লাগানোর প্রকল্প পরিচালিত করতে পারে।
এক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।
১৮ ঘণ্টা আগেসাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
২ দিন আগেগণতন্ত্রের মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। সেটা আজকাল কেউ মানে বলে মনে হয় না। সে বাংলাদেশেই হোক বা যুক্তরাষ্ট্র—ক্ষমতাসীন নেতাদের সবাই নিজেদের সর্বেসর্বা মনে করে। গণতন্ত্রের অন্যতম পুরোধা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছিলেন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য
২ দিন আগেলাউ মূলত ৯০ শতাংশেরও বেশি পানি দিয়ে তৈরি। তাই গরমকালে শরীর ঠান্ডা রাখতে এটি দারুণ কাজ করে। যারা নিয়মিত লাউ খান, তারা জানেন যে এটি হজমে সহায়ক, শরীরের অতিরিক্ত তাপ কমায় এবং প্রস্রাবের সমস্যা দূর করে।
২ দিন আগে