নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে অবস্থিত মুন্সিবাড়ির মসজিদ স্থানীয়দের কাছে এক রহস্যময় ইতিহাসের সাক্ষী। জনশ্রুতি অনুযায়ী, মোগল আমলে এক রাতেই জ্বীনদের সহায়তায় এই মসজিদ ও সামনের পুকুরটি নির্মিত হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ৪০০ বছরের পুরনো মসজিদটির সামনেই রয়েছে একটি পুকুর। সেখানে অজু করার জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। মসজিদটি ছোট ইট ও চুন-সুড়কি দিয়ে তৈরি, যার ছাদে চারটি মিনার ও একটি বড় গম্বুজ রয়েছে।
জনশ্রুতি আছে, এক সময় জ্বীনরা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতো। তবে কালের পরিক্রমায় মসজিদের আশপাশে মানুষের আনাগোনা বাড়ায়, জ্বীনরা এখান থেকে চলে যায়।
গোয়ালবাথান গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ইস্রাফিল মোল্লা। বর্তমানে তার বয়স ১০৭ বছর। তার পূর্বপুরুষদের ভাষ্য অনুযায়ী, মুন্সি হৈবৎউল্লাহ নামে এক ব্যক্তি অদৃশ্য শক্তির সাহায্যে মসজিদটি নির্মাণ করেন।
ইস্রাফিল মোল্লা বলেন, 'আমি বাপ-দাদার মুখে শুনেছি, এক রাতেই এখানে পুকুর ও মসজিদ নির্মাণ করা হয়। আগে এই গ্রাম ঘন বনজঙ্গলে ভরা ছিল। বিচিত্র জীবজন্তুর আনাগোনা ছিল এখানে। ছিল বাঘেরও পদচারণা। ভয়ে কেউই এখানে আসতো না। কারণ ঘন জঙ্গলের কারণে দিনের বেলায় কিছুই দেখা যেত না।'
তিনি বলেন, 'হঠাৎ একদিন মুন্সি হৈবৎউল্লাহ নামে এক ব্যক্তির আগমন ঘটে। এখানকার জীবজন্তুর সঙ্গে তিনি বটগাছের নিচে বসবাস করতে লাগলেন। কিছুদিন পর অলৌকিকভাবে এক রাতেই এই মসজিদ ও পুকুর খনন করেন তিনি। মাঝে-মধ্যে কাদের যেন তিনি ডাকতেন? অদৃশ্য সেই জীবগুলো তার কথা শুনতো।'
ইস্রাফিল মোল্লা আরও বলেন, এসবই আমার দাদা ইবাদত মোল্লা মুখে শুনেছি। তিনিও তার দাদা রহমত মোল্লার কাছে শুনেছেন। তারা বলতেন, ওই বাগানের কাছে যেও না। হিংস্র জীবজন্তুর পাশাপাশি জ্বীন-পরীর ভয় আছে। তবে কালের পরিক্রমায় সবকিছু বদলাতে থাকে। আস্তে আস্তে মানুষের বসতি গড়ে ওঠে। নানা সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করতে শুরু করেন। এখন আর কেউই এসব কথা বিশ্বাস করতে চায় না।'
তিনি আরও জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে আশপাশের এলাকায় অন্য কোনো মসজিদ না থাকায় বিভিন্ন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে নামাজ আদায় করতে আসতেন। ইতিহাস সাক্ষ্য দেয়, এটিই নড়াইলের প্রাচীনতম মসজিদ। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫ বছর আগে মসজিদের সামনের অংশ সম্প্রসারিত করা হয়।
আশপাশের এলাকার মুসলিমরা এখন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। এছাড়াও ইতিহাস আর রহস্যে ঘেরা মসজিদটি দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে ভিড় করেন বলেও জানান ইস্রাফিল মোল্লা।
এলাকাবাসীর মতে, মসজিদটির প্রতিষ্ঠাতা মুন্সি হৈবৎউল্লাহ বংশধররা আজও গোয়ালবাথান গ্রামে বসবাস করছেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়া দাবি করেন, নড়াইলে এই মুন্সিবাড়ির মসজিদটিই সবচেয়ে পুরনো।
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে অবস্থিত মুন্সিবাড়ির মসজিদ স্থানীয়দের কাছে এক রহস্যময় ইতিহাসের সাক্ষী। জনশ্রুতি অনুযায়ী, মোগল আমলে এক রাতেই জ্বীনদের সহায়তায় এই মসজিদ ও সামনের পুকুরটি নির্মিত হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ৪০০ বছরের পুরনো মসজিদটির সামনেই রয়েছে একটি পুকুর। সেখানে অজু করার জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। মসজিদটি ছোট ইট ও চুন-সুড়কি দিয়ে তৈরি, যার ছাদে চারটি মিনার ও একটি বড় গম্বুজ রয়েছে।
জনশ্রুতি আছে, এক সময় জ্বীনরা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতো। তবে কালের পরিক্রমায় মসজিদের আশপাশে মানুষের আনাগোনা বাড়ায়, জ্বীনরা এখান থেকে চলে যায়।
গোয়ালবাথান গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ইস্রাফিল মোল্লা। বর্তমানে তার বয়স ১০৭ বছর। তার পূর্বপুরুষদের ভাষ্য অনুযায়ী, মুন্সি হৈবৎউল্লাহ নামে এক ব্যক্তি অদৃশ্য শক্তির সাহায্যে মসজিদটি নির্মাণ করেন।
ইস্রাফিল মোল্লা বলেন, 'আমি বাপ-দাদার মুখে শুনেছি, এক রাতেই এখানে পুকুর ও মসজিদ নির্মাণ করা হয়। আগে এই গ্রাম ঘন বনজঙ্গলে ভরা ছিল। বিচিত্র জীবজন্তুর আনাগোনা ছিল এখানে। ছিল বাঘেরও পদচারণা। ভয়ে কেউই এখানে আসতো না। কারণ ঘন জঙ্গলের কারণে দিনের বেলায় কিছুই দেখা যেত না।'
তিনি বলেন, 'হঠাৎ একদিন মুন্সি হৈবৎউল্লাহ নামে এক ব্যক্তির আগমন ঘটে। এখানকার জীবজন্তুর সঙ্গে তিনি বটগাছের নিচে বসবাস করতে লাগলেন। কিছুদিন পর অলৌকিকভাবে এক রাতেই এই মসজিদ ও পুকুর খনন করেন তিনি। মাঝে-মধ্যে কাদের যেন তিনি ডাকতেন? অদৃশ্য সেই জীবগুলো তার কথা শুনতো।'
ইস্রাফিল মোল্লা আরও বলেন, এসবই আমার দাদা ইবাদত মোল্লা মুখে শুনেছি। তিনিও তার দাদা রহমত মোল্লার কাছে শুনেছেন। তারা বলতেন, ওই বাগানের কাছে যেও না। হিংস্র জীবজন্তুর পাশাপাশি জ্বীন-পরীর ভয় আছে। তবে কালের পরিক্রমায় সবকিছু বদলাতে থাকে। আস্তে আস্তে মানুষের বসতি গড়ে ওঠে। নানা সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করতে শুরু করেন। এখন আর কেউই এসব কথা বিশ্বাস করতে চায় না।'
তিনি আরও জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে আশপাশের এলাকায় অন্য কোনো মসজিদ না থাকায় বিভিন্ন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে নামাজ আদায় করতে আসতেন। ইতিহাস সাক্ষ্য দেয়, এটিই নড়াইলের প্রাচীনতম মসজিদ। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫ বছর আগে মসজিদের সামনের অংশ সম্প্রসারিত করা হয়।
আশপাশের এলাকার মুসলিমরা এখন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। এছাড়াও ইতিহাস আর রহস্যে ঘেরা মসজিদটি দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে ভিড় করেন বলেও জানান ইস্রাফিল মোল্লা।
এলাকাবাসীর মতে, মসজিদটির প্রতিষ্ঠাতা মুন্সি হৈবৎউল্লাহ বংশধররা আজও গোয়ালবাথান গ্রামে বসবাস করছেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়া দাবি করেন, নড়াইলে এই মুন্সিবাড়ির মসজিদটিই সবচেয়ে পুরনো।
কাঁচা মরিচের প্রধান সক্রিয় উপাদান হলো ক্যাপসাইসিন। এই রাসায়নিকটি মরিচে ঝাঁজ এনে দেয় এবং এটি শরীরের স্নায়ুতন্ত্র, হজম প্রক্রিয়া, এমনকি রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে।
১ দিন আগেখানুয়ার যুদ্ধ হয়েছিল আগ্রার কাছে খানুয়া নামের এক সমতল অঞ্চলে। এই অঞ্চল ছিল বাবরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি দিল্লি ও আগ্রার মাঝামাঝি এবং রানা সাঙার আগমন পথের কাছাকাছি।খানুয়ার যুদ্ধ হয়েছিল আগ্রার কাছে খানুয়া নামের এক সমতল অঞ্চলে। এই অঞ্চল ছিল বাবরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি
১ দিন আগেব্রেন টিউমার হতে পারে দুটি প্রধান উৎস থেকে। এক, মস্তিষ্কের ভেতরে নিজে থেকেই জন্ম নিতে পারে—যাকে বলা হয় 'প্রাইমারি ব্রেন টিউমার'; দুই, শরীরের অন্য কোনো অঙ্গে ক্যানসার হওয়ার পর সেটি রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে—যাকে বলা হয় 'মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার'।
১ দিন আগেডাউনডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এ সময় প্রায় ৬১ হাজার ব্যবহারকারী প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
২ দিন আগে