আবু হেনা তিমু
কোথাও যেন দূর—
মৃত একটি ট্রামের ভিতর বাজে ঘণ্টা;
গলির বাঁকে দাঁড়িয়ে থাকে
কোনো নামহীন কুকুর,
তার চোখের জলে ভিজে থাকে চাঁদের প্রতিচ্ছবি।
আমি কি সত্যিই এই বারান্দায় বসে আছি?
পূর্ণিমার আলোতে আমার হাতের রেখাগুলো
শুকনো নদীর তলদেশের মতো ফেটে গেছে।
নিচে, রাস্তার ওপারে,
একটি জানালায় অচেনা নারী
চুপচাপ বসে চুল আঁচড়ায়—
তার চুলের গন্ধও কি ধোঁয়াহীন সিগারেটের মতো?
বাড়িওয়ালা কড়া নেড়ে চলে গেছে—
কত বছর আগে? আমি ভুলে গেছি।
মুদির দোকানের খাতায় আমার নাম
শুকনো শরতের পাতার মতো হলদে হয়ে আছে।
নাতনির জন্য কাল দুধ কেনা হবে না—
অথবা নাতনি বলে কিছু নেই। এক স্বত্ত্বা
কেবল একটি স্বপ্নের ভিতরে থাকে,
যেখানে নদীর ওপারে
একটি গাছের তলায় ঘুমিয়ে থাকে সময়।
বেনসন লাইটস নেই;
তাই রাত্রি যেন
আলোর চেয়ে অন্ধকার বেশি বহন করে।
দূরে, বাঁশবনের ভিতর থেকে
কেউ যেন আমার নাম ধরে ডাকে—
আমি ফিরি, কিন্তু সেখানে শুধু
একটি ছায়া—আমার মৃত্যুর মত।
পকেটে হাত দিই কিছু খুঁজে পাই নে।
পূর্ণিমার আলো আকাশের সব গর্ত ভরিয়ে রাখে—
তবু আমার বুকের গভীরে
একটি কালো গহ্বর খোলা থাকে,
যেখানে আলো ঢোকে না,
শুধু ধুলো, শূন্যতা, অন্ধকার
এবং হারিয়ে যাওয়া ধোঁয়ার গন্ধ।
কোথাও যেন দূর—
মৃত একটি ট্রামের ভিতর বাজে ঘণ্টা;
গলির বাঁকে দাঁড়িয়ে থাকে
কোনো নামহীন কুকুর,
তার চোখের জলে ভিজে থাকে চাঁদের প্রতিচ্ছবি।
আমি কি সত্যিই এই বারান্দায় বসে আছি?
পূর্ণিমার আলোতে আমার হাতের রেখাগুলো
শুকনো নদীর তলদেশের মতো ফেটে গেছে।
নিচে, রাস্তার ওপারে,
একটি জানালায় অচেনা নারী
চুপচাপ বসে চুল আঁচড়ায়—
তার চুলের গন্ধও কি ধোঁয়াহীন সিগারেটের মতো?
বাড়িওয়ালা কড়া নেড়ে চলে গেছে—
কত বছর আগে? আমি ভুলে গেছি।
মুদির দোকানের খাতায় আমার নাম
শুকনো শরতের পাতার মতো হলদে হয়ে আছে।
নাতনির জন্য কাল দুধ কেনা হবে না—
অথবা নাতনি বলে কিছু নেই। এক স্বত্ত্বা
কেবল একটি স্বপ্নের ভিতরে থাকে,
যেখানে নদীর ওপারে
একটি গাছের তলায় ঘুমিয়ে থাকে সময়।
বেনসন লাইটস নেই;
তাই রাত্রি যেন
আলোর চেয়ে অন্ধকার বেশি বহন করে।
দূরে, বাঁশবনের ভিতর থেকে
কেউ যেন আমার নাম ধরে ডাকে—
আমি ফিরি, কিন্তু সেখানে শুধু
একটি ছায়া—আমার মৃত্যুর মত।
পকেটে হাত দিই কিছু খুঁজে পাই নে।
পূর্ণিমার আলো আকাশের সব গর্ত ভরিয়ে রাখে—
তবু আমার বুকের গভীরে
একটি কালো গহ্বর খোলা থাকে,
যেখানে আলো ঢোকে না,
শুধু ধুলো, শূন্যতা, অন্ধকার
এবং হারিয়ে যাওয়া ধোঁয়ার গন্ধ।
কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
১৯ ঘণ্টা আগেএক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।
২০ ঘণ্টা আগেসাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
২ দিন আগেগণতন্ত্রের মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। সেটা আজকাল কেউ মানে বলে মনে হয় না। সে বাংলাদেশেই হোক বা যুক্তরাষ্ট্র—ক্ষমতাসীন নেতাদের সবাই নিজেদের সর্বেসর্বা মনে করে। গণতন্ত্রের অন্যতম পুরোধা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছিলেন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য
২ দিন আগে