বাংলাদেশে অনেক পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে: ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২২: ৪৪
প্রতীকী ছবি

বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (সাবস্টেনশিয়াল নাম্বারস) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশিদের আবেদনের পরিপ্রক্ষিতে নানা কারণেই তারা ভিসা দিচ্ছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশিদের) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’

নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি বা শিক্ষার্থীদের ভিসাও আছে।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কী পরিমাণ ভিসা ভারত দিয়েছে— এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারেননি জয়সওয়াল। তিনি বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।

গোপালগঞ্জে বুধবার দিনভর ঘটে যাওয়া সংঘর্ষ নিয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয় জয়সওয়ালের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের অঞ্চলে যেকোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

'গাজায় গণহত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে'

গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ বলেন, ইসরায়েলের অর্থনীতি দখলদারিত্ব ও নিপীড়নের ওপর দাঁড়িয়ে আছে। তাই প্রতিটি দেশকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পর্যালোচনা করে তা স্থগিত করা উচিত। এছাড়া বিশ্বকে এখনই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্ব

২ দিন আগে

উপমহাদেশে পর্তুগিজ জলদস্যুদের তাণ্ডব

১৫০০ সালের আশপাশে যখন ইউরোপীয় বণিকেরা জলপথে এশিয়ায় পৌঁছাতে থাকে, তখন ভারতের পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করে পর্তুগিজরা। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কালিকটে (বর্তমান কেরালা) এসে পৌঁছান, আর এরপরই শুরু হয় পর্তুগিজদের সুনির্দিষ্ট পরিকল্পনায় সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযান।

২ দিন আগে

ট্রাম্পের হুমকি থাকলেও যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন: ক্রেমলিন

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন।

২ দিন আগে

যুদ্ধ বন্ধে রাশিয়াকে ট্রাম্পের ৫০ দিনের আল্টিমেটাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এর মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

৩ দিন আগে