অপারেশন সিঁদুর— ঐক্য চাইলেন মোদি, পূর্ণ সমর্থন বিরোধীদের

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জের ধরে পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় সব রাজনৈতিক দলগুলোসহ সবার মধ্যে ঐক্য প্রত্যাশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় দেশটির বিরোধী দলগুলোও ভারত সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে। সরকারকে এ বিষয়ে পরামর্শও দিয়েছে তারা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে সরকারের কার্যক্রমে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী দলগুলো। দিল্লিতে বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত এ বৈঠকে কেন্দ্র সরকার বিরোধী দলগুলোকে পরিস্থিতি অবহিত করেছে।

বৈঠক সূত্র জানাচ্ছে, বৈঠকে বিরোধী দলগুলোর প্রতি ঐক্যের বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে প্রতিটি নাগরিককে এক থাকতে হবে।

ভারত সরকারের সংসদীয়বিষয়ক মন্ত্রী কাইরেন রিজিজু বলেন, বুধবারের পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিমান হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী দলগুলোকে অবহিত করেছেন। এ সময় বিরোধী নেতারা তাদের পরামর্শ তুলে ধরেন।

সরকারের পাশে থাকার কথা জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বার্তা সংস্থা এএনআইকে বলেন, সরকার বলেছে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ গোপনীয় কিছু বিষয় তারা জানাতে পারছে না। তবে আমরা (সব বিরোধী দল) বলেছি, আমরা সরকারের সঙ্গে আছি।

গত মাসে পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হামলার জন্য দিল্লি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি ‘জঙ্গি গোষ্ঠী’কে দায়ী করে আসছে। ভারত বলছে, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি ফ্রন্ট। জাতিসংঘ একে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

বৈঠকে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই টিআরএফের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার চালানো উচিত বলে অভিমত দেন।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিহ শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী জেপি নাড্ডা, করপোরেট খাতবিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ উপস্থিত ছিলেন।

প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খারগে, তৃণমূল কংগ্রেসের পক্ষে সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং ডিএমকের পক্ষে টিআর বালু উপস্থিত ছিলেন বৈঠকে। এ ছাড়া সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিংসহ অন্য দলগুলোর নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

৩ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১১ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৭ ঘণ্টা আগে

মায়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।তবে সমালোচকরা ইতোমধ্যেই এই নির্বাচনকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৮ ঘণ্টা আগে