স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলে ট্রাম্পের স্বাক্ষর

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০: ৫১
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই সংক্রান্ত বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো।

শুক্রবার (৪ জুলাই) ট্রাম্প আলোচিত আইনটিতে স্বাক্ষর করেন। বলা হচ্ছে, এর মাধ্যমে ট্রাম্প দেশটির স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখলেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের অনুষ্ঠানে বিলটি পাসে সহায়তা করেছেন, এমন বেশ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা অংশ নেন। ট্রাম্প বিলটিতে সই করার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান।

যদিও বিলটির পক্ষে রিপাবলিকান সব নেতার সমর্থন ছিল না। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেস বিলটি পাস করলেন।

বিলে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘আমরা এই এক বিলেই সবকিছুকে রেখেছি।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিল পাস হওয়ার দিনটিকে আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই), কংগ্রেস ‘বিগ বিউটিফুল বিল’ পাস করে। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়ে। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সমঝোতা

বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সমঝোতায় পৌঁছেছে। দেশ দুটি শুল্ক এবং আমদানি-রফতানি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।

২০ ঘণ্টা আগে

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

১ দিন আগে

আকস্মিক বন্যায় টেক্সাসে ২৪ প্রাণহানি, ২৫ শিশু নিখোঁজ

কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোরের আগে হঠাৎ করেই এই মারাত্মক বন্যা আঘাত হানে। ফলে কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কতা জারি বা কাউকে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

১ দিন আগে

কিম জং উন কীভাবে প্রভাবশালী হয়ে উঠলেন?

বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের পেছনে কিম জং ইলের ব্যক্তিগত পছন্দ ছাড়াও গুরুত্বপূর্ণ ছিল কিম জং উনের রাজনৈতিক প্রশিক্ষণ ও বুদ্ধিমত্তা।

১ দিন আগে