top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

সিরিয়া নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল

সিরিয়া নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল
৫০ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর সিরিয়ার আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে

বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন-পরবর্তী পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া জরুরি এই বৈঠকের আহ্বান জানিয়েছে।

একাধিক কূটনীতিক সূত্রের বরাত দয়ে এএফপি জানিয়েছে, সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) বৈঠকটি হবে।

সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন ২৪ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার বিদ্রোহীদের মোকাবিলা করতে হয়েছে আসাদ সরকারকে। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধও সামলাতে হয়েছে। একটা সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু ছিল দেশটি।

সিরিয়ায় চলমান এই রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছিল আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোও৷ বিভিন্ন সময়েই বিদ্রোহীদের সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো। অন্যদিকে আসাদ সরকারকে সমর্থন দিয়ে গেছে রাশিয়া, ইরান ও তাদের মিত্ররা৷ সিরিয়ায় গৃহযুদ্ধ যখন তুঙ্গে, বিশ্লেষকদের অভিমত, সেখানে আসাদ সরকার ও বিদ্রোহীদের ছায়ায় 'প্রক্সি যুদ্ধ' চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং তাদের নিজ নিজ পক্ষের মিত্ররাই।

এর মধ্যেই রোববার স্থানীয় সময় ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস। ওই সময়ই সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেন, প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার ফ্লাইটের গন্তব্য নিয়ে দিনভর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে রাতে জানা যায়, বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। মানবিক বিবেচনায় তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

পরে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক পোস্টে বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে। সেই বৈঠকটি হতে যাচ্ছে আজ মধ্যরাতে।

r1 ad
top ad image