ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে পিছু হটছে ফ্রান্স-যুক্তরাজ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৬: ২০
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে গিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এর বদলে এসব দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরিতে সহায়তা করবে বলে খবর মিলেছে।

কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, এ মাসে নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সম্প্রতি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি ‘নৈতিক দায়িত্ব’ ও ‘রাজনৈতিকভাবে প্রয়োজনীয়’। তবে এর সঙ্গে শর্তও জুড়ে দেন তিনি। জানান, সৌদি ইসরাইলকে স্বীকৃতি দিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরাইলিদের জানিয়েছে, তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। তার বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে। হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মি মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানো, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি— এ রকম প্রস্তাব নিয়ে কাজ করবেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এখনো এ স্বীকৃতি দেয়নি। ইউরোপের এসব দেশের সাধারণ বক্তব্য, এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরাইলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাণিজ্য সংঘাত এড়িয়ে যুক্তরাষ্ট্র-ইইউর শুল্ক চুক্তি, ১৫ শতাংশে ঐকমত্য

অবশেষে বাণিজ্য চুক্তিতে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের আলোচনার পর শুল্ক চুক্তি করেছে উভয় পক্ষ।

১ দিন আগে

সাময়িক বিরতিতেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৬৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাময়িক বিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৩৪ জনই ছিলেন ত্রাণের অপেক্ষায়।

১ দিন আগে

আরও কঠোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়মে

দ্য নিউইয়র্ক টাইমস-কে এডলো জানান, বর্তমানে (নাগরিকত্ব পাওয়ার) পরীক্ষাটি খুব কঠিন নয়। খুব সহজেই উত্তর মুখস্থ করে পাস করা যায়। এতে আমরা প্রকৃত আইনের চেতনাকে অনুসরণ করছি না বলেই মনে হয়।

২ দিন আগে

গিরিয়ার যুদ্ধ এবং আলীবর্দী খাঁর উত্থান

গিরিয়ার যুদ্ধ মূলত বাংলার ক্ষমতা কাঠামো ও প্রশাসনিক নেতৃত্বে আমূল পরিবর্তন এনে দেয়। শাসন, রাজনীতি, সামরিক কৌশল ও কূটনীতির ইতিহাসে এই যুদ্ধ এক নতুন দৃষ্টান্ত তৈরি করে।

২ দিন আগে