আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত: খামেনির উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৭: ০৪

তেহরানে চালানো এক হামলায় ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান আলি শাদমানিকে হত্যা করেছে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ দাবিকে উড়িয়ে দিয়ে জাতির উদ্দেশ্যে এক বার্তায় শামখানি বলেছেন, ‘আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।’

শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, চিকিৎসকদের রাত-দিন প্রচেষ্টার ফলে শামখানির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে , সর্বোচ্চ নেতা এবং ইরানি জাতির উদ্দেশ্যে এক বার্তায় শামখানি বলেছেন, ‘আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।’

এর আগে, সোমবার (১৬ জুন) তেহরানে চালানো এক হামলায় ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান আলি শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছিলো ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, আলি শাদমানি ছিলেন ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।

এর আগে, শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলায় সাবেক কমান্ডার গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর শাদমানিকে ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর গুলি, নিহত আরও ১১৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছেই না। একদিনে আরও অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এর মধ্যে অধিকাংশই ত্রাণের আশায় জড়ো হয়েছিলেন।

২ দিন আগে

ঘাগড়ার যুদ্ধ: ভারতবর্ষে মুঘলদের নিরঙ্কুশ আধিপত্য

বাবর দিল্লি ও আগ্রা জয়ের পরও হুমকির মুখে পড়েছিলেন আফগানদের প্রতিরোধের কারণে। মাহমুদ লোদি, ইব্রাহিম লোদির ভাই, আফগানদের মধ্যে নিজেকে প্রকৃত সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন এবং বাংলার সুলতানের সহযোগিতা নিয়ে পূর্ব ভারতে ঘাঁটি গেড়েছিলেন। এদিকে বাবর তাঁর আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’তে উল্লেখ করেছেন য

৩ দিন আগে

এমআরআই রুমে চেইন পরে ঢুকে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু

জানা গেছে ওই ব্যক্তি গলায় বড় একটি ধাতব চেইন পরে অনুমতি ছাড়াই এমআরআই কক্ষে ঢুকে পড়েন। তখন মেশিনটি চালু ছিল এবং এর প্রবল চৌম্বকীয় টানে ধাতব চেইনসহ তিনি মেশিনের ভেতরে ঢুকে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং পরদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৩ দিন আগে

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের

রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।

৩ দিন আগে