ডাকসু নির্বাচনের তফসিলসহ ৩ দাবিতে বাগছাসের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭: ৩৩
ঢাবি ক্যাম্পাসে শনিবার ৩ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছবি: রাজনীতি ডটকম

ছাত্রদল নেতা ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

শনিবার (২৪ মে) দুপুর ২টা নাগাদ সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যানটিনের সামনের জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন ও হলপাড়া প্রদিক্ষণ করে সিনেট ভবনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বাগছাস নেতাকর্মীরা 'এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার', 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই', 'সাম্য ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'উই ওয়ান্ট ডাকসু', 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর সাম্য' ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কদের বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এক আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল। সবার স্বপ্ন ছিল একটি স্বাধীন-নিরাপদ ক্যাম্পাসের। বিগত দিনে সরকার দলীয় সংগঠনগুলো এই ক্যাম্পাসে তাদের দলীয় এজেন্ডা বাস্তবয়ন করেছে। তাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সবারেই স্বপ্ন ছিল যে ডাকসু নির্বাচন হবে।

আব্দুল কাদের আরও বলেন, আজ ক্যম্পাসে সাম্য হত্যাকাণ্ড ঘটে, মেয়েরা শরীরিক নির্যাতনের শিকার হয়। আজ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে তাদের নিরাপত্তাহীনতায় থাকতে হতো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের উদ্দেশে বাগছাসের এই নেতা বলেন, ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা নির্বাচন হতে পারে, কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না! যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন তাহলে আপনারা এই আসনের যোগ্য না।

ঢাবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, এই ক্যাম্পাস এখনো নিরাপদ নয়।মাদকাসক্ত, ভবঘুরেরদের অবাধ বিচরণ। নারীরা হেনস্থার শিকার হচ্ছেন। আজ ১১ দিনেও সাম্য হত্যার বিচারে কোনো অগ্রগতি নেই। আবার একটি গোষ্ঠীকে দেখতে পাই, সবসময় দলীয় স্বার্থে ডাকসুর বিরোধিতা করছে। আমরা চাই দ্রুততম সময়ের ডাকসু নির্বাচক কমিশন ও তফসিল ঘোষণা করা হোক।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাবি উপাচার্য ভবনের সামনে অনশনে বিন ইয়ামিন মোল্লা

অনশন চলাকালে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দেখা করতে যান ইয়ামিনের সঙ্গে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় অনশন দ্যদিনের জন্য স্থগিত করার আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

জকসু নির্বাচনের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

ছাত্র ফ্রন্টের জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিফ বলেন, আরেকটা ছাত্রলীগ যেন না জন্মাতে পারে, সেজন্য জকসুর কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের অধিকারের কথা বলবেন এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বেন।

৩ দিন আগে

নতুন কর্মসূচি দিল ছাত্রদল

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমিসংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওই

৩ দিন আগে

সাম্যের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও: ছাত্রদল

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্য হত্যা মামলার যথাযথ তদন্তের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে ছাত্রদল।

৬ দিন আগে