শাহবাগ ব্লকেড থেকে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ২২ মে ২০২৫, ২২: ০৮
ছবি: রাজনীতিডটকম

ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত ঘাতকসহ সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসরে দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল ব্লকেড কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হতে শুরু করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিকেল ৫ টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এসময় আশেপাশে যান চলাচল স্হবির হয়ে পড়ে।

এসময় তারা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, সাম্য হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ এখন হবে প্রতিরোধ,বাচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে,আমার ভাই কবরে খুনি কেন বাহিরে,আমার ভাই কবরে ইন্টেরিম জবাব দে,খুন হয়েছে আমার ভাই খুনি তদের রক্ষা নাই,তুমি কে আমি কে সাম্য সাম্য ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্যের হত্যাকাণ্ডের পর আজ পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ছাত্রদল সংশ্লিষ্ট হওয়ার কারণে এখনো কোনও সহমর্মিতা প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, গত নয় মাস ধরে সেনাবাহিনী মাঠে থাকার পরও যদি পুলিশের এমন দুর্বলতা থাকে, তাহলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার কী অবস্থা? সংস্কারের কথা বলা হলেও বাস্তবে কোন পরিবর্তন আসেনি।আমরা কয়েকদিন আগেও ২-৩ ঘন্টা শাহবাগ অবরোধ করে ইন্টেরিমকে একটি বার্তা দিয়েছিলাম।তারা এখন পর্যন্ত সাম্য হত্যার কোন সুরাহা করতে পারে নি।নতুন করে তিনজনকে গ্রেফতার করলেও প্রকৃত খুনীর ব্যাপরে ডিবি নিজেরাই কনফিউজড। আমরা চাই দ্রুত সুষ্ঠু তদন্ত করে আমার ভাইয়ের হত্যার বিচার করা হোক অন্যথায় যমুনা ব্লকেড করবো।

ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির বলেন, অন্তর্বতী সরকার যদি ছাত্রদলের নেতাকর্মীর খুনের বিচার না করে, সন্ত্রাসীদের যদি গ্রেফতার করতে গড়িমসি করে তাহলে ছাত্রদলের কোন নেতাকর্মী ঘরে বসে থাকবে না। যমুনার পাশে অবস্হান নিতে আমরা বাধ্য হবো।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাবি উপাচার্য ভবনের সামনে অনশনে বিন ইয়ামিন মোল্লা

অনশন চলাকালে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দেখা করতে যান ইয়ামিনের সঙ্গে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় অনশন দ্যদিনের জন্য স্থগিত করার আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

জকসু নির্বাচনের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

ছাত্র ফ্রন্টের জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিফ বলেন, আরেকটা ছাত্রলীগ যেন না জন্মাতে পারে, সেজন্য জকসুর কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের অধিকারের কথা বলবেন এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বেন।

৩ দিন আগে

নতুন কর্মসূচি দিল ছাত্রদল

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমিসংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওই

৩ দিন আগে

সাম্যের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও: ছাত্রদল

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্য হত্যা মামলার যথাযথ তদন্তের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে ছাত্রদল।

৬ দিন আগে