প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না— এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালত। বিসিবির আইনজীবী জানিয়েছেন, এর ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিসিবির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বিসিবি ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম গণমাধ্যমকে বলেন, আদালত রুল জারি করলেও বিসিবির বর্তমান পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতিবস্থা দিয়েছেন। আদালতের এ আদেশের ফলে বিসিবির কার্যক্রম চলতে কোনো বাধা থাকছে না।
এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড পরিচালক হিসেবে ফারুক আহমেদের ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে পরিচালকদের সভায় তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। ওই দিনই বিকেলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল।
এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন বোর্ডের আট পরিচালক। বিসিবি সূত্র জানিয়েছে, পরিচালকরা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবর চিঠি দিয়ে বোর্ড সভাপতির ওপর অনাস্থা জ্ঞাপন করেন।
ফারুক আহমেদ পরে নিজেই জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বিসিবি সভাপতি পদে থাকতে নিরুৎসাহিত করেছেন। তবে ফারুক আহমেদ এ পদ ছাড়তে রাজি হননি। পরে তার পরিচালক পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই বোর্ড সভাপতির পদ ছাড়তে হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না— এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালত। বিসিবির আইনজীবী জানিয়েছেন, এর ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিসিবির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বিসিবি ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম গণমাধ্যমকে বলেন, আদালত রুল জারি করলেও বিসিবির বর্তমান পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতিবস্থা দিয়েছেন। আদালতের এ আদেশের ফলে বিসিবির কার্যক্রম চলতে কোনো বাধা থাকছে না।
এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড পরিচালক হিসেবে ফারুক আহমেদের ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে পরিচালকদের সভায় তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। ওই দিনই বিকেলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল।
এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন বোর্ডের আট পরিচালক। বিসিবি সূত্র জানিয়েছে, পরিচালকরা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবর চিঠি দিয়ে বোর্ড সভাপতির ওপর অনাস্থা জ্ঞাপন করেন।
ফারুক আহমেদ পরে নিজেই জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বিসিবি সভাপতি পদে থাকতে নিরুৎসাহিত করেছেন। তবে ফারুক আহমেদ এ পদ ছাড়তে রাজি হননি। পরে তার পরিচালক পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই বোর্ড সভাপতির পদ ছাড়তে হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
৫ ঘণ্টা আগেআগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
৫ ঘণ্টা আগেনির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
৬ ঘণ্টা আগেসকালে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধিদল আসে ইসিতে। এ প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।
৬ ঘণ্টা আগে