৫০ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন, শীর্ষে আরব আমিরাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২২: ৫৮

প্রায় অর্ধলক্ষ প্রবাসী আসন্ন নির্বাচনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীর সংখ্যা সর্বাধিক। আবেদন কম পড়েছে অস্ট্রেলিয়ায়।

সংযুক্ত আরব আমিরাত থেকে আবেদন করেছেন ২০ হাজার ২০৯ জন। অস্ট্রেলিয়ায়, ২৫ জন।

সবচেয়ে বেশি আবেদন বাতিলও হয়েছে আমিরাতের, দুই হাজার ১৬৯টি। সবচেয়ে কম বাতিল হয়েছে অস্ট্রেলিয়ায়, একজনের।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নয়টি দেশে বসবাসরত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলছে। গত ৬ আগস্ট পর্যন্ত মোট ৪৯ হাজার ৫৭৪ জন আবেদন করেছেন, যার মধ্যে ২৯ হাজার ৭৬৩ জন দশ আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন।

তদন্ত শেষে ২১ হাজার ৯৭১ জনের আবেদন অনুমোদিত হয়েছে এবং তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে ১৮ হাজার ৩৪ জনের আবেদন সার্ভারে আপলোড করা হয়েছে। ৩ হাজার ৯৩৭ জনের আবেদন আপলোডের অপেক্ষায় আছে।

এদিকে অনেকের আবেদন তথ্য ঘাটতি ও অন্যান্য কারণে বাতিলও হয়েছে, এদের সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন।

জানা গেছে, নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সি-বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিসর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে রয়েছে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে, ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। আর সবচেয়ে কম রয়েছেন নিউজিল্যান্ডে, দুই হাজার ৫শ জন।

বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার‌্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থলপথে বস্ত্র-পাটজাত আরও ৪ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

নতুন যে চার ধরনের পণ্য স্থলপথে আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো— পাট কিংবা অন্য কোনো ধরনের উদ্ভিজ্জ তন্তু থেকে উৎপাদিত কাপড়; পাট দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; অন্য তন্তু দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; এবং পাটের বস্তা ও ব্যাগ।

৪ ঘণ্টা আগে

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

৪ ঘণ্টা আগে

মিনিস্টারে কাজের সুযোগ, পদসংখ্যা ৪০

৪ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচনে ফিরছে ‘না’ ভোট

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান।

৪ ঘণ্টা আগে