top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সম্পাদক আলমগীর

ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সম্পাদক আলমগীর
বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (ডানে)

বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারে সাবেক সচিব ও মো. আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

ত্রয়োদশ বিসিএস ফোরামের দপ্তর ও প্রচার সম্পাদক এবং সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন ফোরামের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাধারণ সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল।

বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদ ও ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। অধ্যাপক ডা. আনোয়ারুল করিমকে সভাপতি ও বিচার সার্ভিসের ফওজুল আজিমকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষ্যে ফোরামের সদস্যদের কৃতিসন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ছাড়াও ছিল নানা অনুষ্ঠান।

r1 ad
top ad image