পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮: ৪৪

যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানানোসহ গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় জানাতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘গ্রেপ্তারের সময় পুলিশের ইউনিফর্মে নামফলক ও আইডি কার্ড থাকতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলে সঙ্গে সঙ্গে সেই আইডি কার্ড দেখাতে হবে। এ নিয়ম এখন বাধ্যতামূলক।’

তিনি আরও জানান, থানায় আনার পর ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্বজন, বন্ধু বা আইনজীবীকে অবহিত করতে হবে।

একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিটি ঘটনায় একটি মেমোরেন্ডাম অব অ্যারেস্ট সংরক্ষণ করতে হবে, যেখানে গ্রেপ্তারকারী সংস্থার নাম, কর্মকর্তার পরিচয়, অভিযোগের বিবরণ এবং কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে এসব স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

আইন উপদেষ্টা বলেন, ‘পূর্বে বিভিন্ন সংস্থা গ্রেপ্তার করেও দায়িত্ব অস্বীকার করত। আমরা এখন বলেছি, যেই সংস্থা গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট থানায় তা পাঠাতে হবে। এখন আর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি জানান, সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে বা তিনি অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নতুন আইনে প্রযুক্তিনির্ভর বেশ কিছু বিধানও যুক্ত হয়েছে। যেমন: অনলাইনে জামিন আবেদন (বেল বন্ড) দাখিল, ডিজিটাল মাধ্যমে সমন জারি এবং বিচারিক তদারকি আরও জোরদার করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘এই আইনের বাস্তবায়ন হলে ইচ্ছেমতো গ্রেপ্তার, হয়রানি, অস্বীকার করা বা গুমের প্রবণতা বন্ধে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে: আসক

আসক মনে করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের কারণেই সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। গুলিতে নিহত পাঁচজনের মধ্যে চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। কারফিউ ও ১৪৪ ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটক ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছ

১২ ঘণ্টা আগে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, কর্মস্থল ঢাকা

১২ ঘণ্টা আগে

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন দুই থেকে আড়াই লাখ

১৩ ঘণ্টা আগে

আয়েশা আবেদ ফাউন্ডেশনে কাজের সুযোগ, স্নাতক পাসেই আবেদন

১৩ ঘণ্টা আগে