সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৮: ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের এ আশ্বাস দেন।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার সুন্দরভাবে সম্পূর্ণ হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। একই সঙ্গে নোট নিয়েছেন। উনি বলেছেন, চেষ্টা করছেন, ফারদার যাতে এটা ফ্যাসিলেটেট হয় এবং এটা এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় সাম্যর বন্ধু এসএস নাহিন ইসলাম বলেন, ‘আমরা শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আশানুরূপ অগ্রগতি দেখব। কিছু অগ্রগতি ছিল, তবে সেটা আশানুরূপ না। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও আশাবাদী। আমরা তখনই আশ্বস্ত হবো যখন দেখব মূল হোতারা বিচারের আওতায় এসেছে।’

কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের পরবর্তী কার্যক্রম যা হয়, সেটা ক্যাম্পাস থেকে নির্ধারণ করে জানাব।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক মহল ও দল বিভিন্নভাবে সাম্য হত্যাকাণ্ড নিয়ে নিজেদের দাবি জানাচ্ছে। আমাদের একটাই দাবি- সাম্য হত্যার বিচার। আমরা যা করা উচিত, তাই করব।’

‘আমাদের দাবি ছিল দৃশ্যমান অগ্রগতি। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এবং তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হচ্ছে, তাই আমরা আশাবাদী যে ইতিবাচক কিছু দেখতে পাব।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করতে হবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

৯ ঘণ্টা আগে

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

১১ ঘণ্টা আগে

‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়’

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল জাতীয় ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব।

১১ ঘণ্টা আগে

এবার হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে