বরখাস্ত সেনা নাইমুলকে সোমবারের মধ্যে মুক্তি না দিলে ফের কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২২: ০৫
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। ছবি: ফোকাস বাংলা

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার বরখাস্ত হওয়া সেনাসদস্য নাইমুল ইসলামকে সোমবারের (১৯ মে) মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা সদস্যরা। তারা জানিয়েছেন, চাকরিচ্যুত সৈনিকদের চাকরিতে পুনর্বহালের বিষয়েও সেনাবাহিনী সক্রিয়ভাবে বিবেচনা করছে।

রোববার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সেনাবাহিনীর প্রতিনিধি দল ও চাকরিচ্যুত সৈনিকদের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শেষে আন্দোলনকারীরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

চাকরি ফিরে পাওয়াসহ চার দাবিতে রোববার সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছিলেন বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি। নাশকতার অভিযোগে শনিবার গ্রেপ্তার আরেক বরখাস্ত সেনাসদস্য নাইমুল ইসলামের মুক্তির দাবিও করছিলেন তারা।

দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। আলোচনায় বসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তাকে ফিরতে দেননি আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার দিকে ফের তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে বেরিয়ে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একজন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর প্রতিনিধি দলের কাছে আমরা আমাদের দাবি-দাওয়ার কথা বলেছি। আজ সন্ধ্যা ৬টা পেরিয়ে গেছে। আজকে আর সম্ভব হবে না। তবে আগামীকাল (সোমবার) নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। আপনারা সবাই ঢাকা অবস্থান করবেন। কালকের মধ্যে তাকে মুক্তি না দিলে আমরা আবার তার মুক্তির দাবিতে কর্মসূচি দেবো।

চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবির বিষয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, যাদের ১০ বছরের নিচে চাকরি, তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন। সবাইকে আবেদন করতে বলা হয়েছে। আজ রাতের মধ্যে আবেদন করে জমা দিতে হবে। সব আবেদন তারা আন্তরিকভাবে যাচাই-বাছাই করে বিবেচনা করবেন।

এর আগে বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রথম দফা আলোচনার পর সাংবাদিকদের বলেছিলেন, আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। আমরা সব দাবিদাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিতে পুনর্বহালের বিষয়ে এই সেনা কর্মকর্তা বলেন, সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে বলেছি। প্রতিটি ঘটনা আলাদা আলাদা করে আমরা বিবেচনায় নিয়ে আমরা বসব। আলাপ-আলোচনা করে যত দ্রুত ও যতটুকু দেওয়া সম্ভব, আমরা অ্যাড্রেস করব।

ওই দফায় আলোচনা শেষে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর ফিরে যেতে চাইলে আন্দোলনকারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে পথরোধ করেন। তারা প্রেস ক্লাবেই আরও আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া সুরাহার কথা বলেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ফের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে তিনি প্রেস ক্লাবে যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করতে হবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

১২ ঘণ্টা আগে

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

১৪ ঘণ্টা আগে

‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়’

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল জাতীয় ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব।

১৪ ঘণ্টা আগে

এবার হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে