ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২: ২৫

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে এটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ইতালির প্রধানমন্ত্রী আগামী ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এই সফরে অভিবাসন ইস্যুতে বড় ধরণের অগ্রগতি হতে পারে। এছাড়াও মেলোনির সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।

গতকাল রোববার (২০ জুলাই ) ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসে জর্জিয়া মেলোনির সরকার। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ নামের একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।

সে সময় ইতালির ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয় এবং রোমের দিক থেকে মেলোনির ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়। অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি সম্মেলনে যোগ দিতে রোম সফরের জন্য আমন্ত্রণ জানায় দেশটি।

এর আগে, ১৯৯৮ সালে ঢাকায় আসেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এখন ইতালির দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসবেন জর্জিয়া মেলোনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রক্তের হাহাকার

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের হাহাকার দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

১ ঘণ্টা আগে

উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটের হটলাইন ০১৯৪৯০৪৩৬৯৭

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ০১৯৪৯০৪৩৬৯৭ নম্বরটি হাসপাতালের হটলাইন নম্বর হিসেবে চালু থাকবে। এই নম্বর ব্যবহার করে সেবা গ্রহণ করা যাবে।

২ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত: ফায়ার সার্ভিস

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

২ ঘণ্টা আগে

ডেসকোতে কাজের সুযোগ, পদসংখ্যা ৪১

২ ঘণ্টা আগে