বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত: ফায়ার সার্ভিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭: ২৪

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জনকে দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঘনবসতিতে ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইট কতটা নিরাপদ— প্রশ্ন নভোএয়ার এমডির

মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবা দরকার ছিল যে চিরায়ত ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইটগুলো এত ঘনবসতিপূর্ণ শহর থেকে পরিচালনা করা কতটা নিরাপদ। আমাদের কি এখনই বিকল্প কোনো স্থানে বিমান ঘাঁটি স্থানান্তরের কথা ভাবা উচিত নয়?

৫ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তে প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোক

মোদি লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

৬ ঘণ্টা আগে

শনাক্ত হলে দ্রুত হস্তান্তর করা হবে মরদেহ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৬ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, আহত ১৭১: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। মর্মান্তিক এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের সংখ্যা ১৭১ জন।

৭ ঘণ্টা আগে