আমি জুলাই হত্যাকাণ্ডে জড়িত: রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি মামুন

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৩: ৩০

গত বছরের জুলাইয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, 'আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।'

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এই দিন মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের শুনানিতে তাদের অব্যাহতির আবেদন করেন আইনজীবী আমির।

গত ৭ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজবৃ হস্পতিবার দিন ধার্য করা হয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আনোয়ার গ্রুপে ম্যানেজার পদে কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

৩ ঘণ্টা আগে

ওয়ালটনে কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

৩ ঘণ্টা আগে

নির্বাচনি তদন্ত কমিটির তদারকিতে ইসির বিশেষ কমিটি

নির্বাচনি তদন্ত কমিটির তদারকিতে বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

৩ ঘণ্টা আগে

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

ফল বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অথচ, গত বছর অর্থাৎ, ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২,৯৬৮টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১,৯৮৪টি।

৪ ঘণ্টা আগে