‘শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৫: ০০
সোমবার তদন্ত দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ওই আন্দোলন দমন করতে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা জানান সাংবাদিকদের।

এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধ এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুপুরে ব্রিফিংয় তাজুল ইসলাম বলেন, আমাদের তদন্ত সংস্থা শেখ হাসিনার কিছু ফোনালাপ (টেলিফোনিক কনভারসেশন) জব্দ করেছে। এসব আলাপে (কনভারসেশন) সুস্পষ্টভাবে তদন্ত দল নিশ্চিত হয়েছে যে তিনি (শেখ হসিনা) রাষ্ট্রীয় সব বাহিনীকে (হত্যার) নির্দেশ দিয়েছেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, হেলিকাপ্টার, ড্রোন, এপিসিসহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ও নিরীহ আন্দোলনকারী যে বেসামরিক জনগণ (সিভিলিয়ান পপুলেশন), যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে রত ছিল, তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন।

গণহত্যার যে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা, একই প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুতুলকে বাধ্যতামূলক ছুটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

নৃশংস কায়দায় হত্যার ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়

এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো— বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যেভাবে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার ওপর বর্তায়, একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের খুনের দায়ও আপনার কাঁধ

১৪ ঘণ্টা আগে

মিটফোর্ডের সামনে হত্যার ঘটনায় ২ আসামির রিমান্ড মঞ্জুর

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত মাহমুদুল

১৪ ঘণ্টা আগে

আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে : জাতিসংঘ

জাতিসংঘ বলছে, নতুন করে আরও রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ পড়ছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। ইতোমধ্যে দাতাগোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।

১৫ ঘণ্টা আগে