বারসিকের গবেষণা

রাজশাহীতে নিষিদ্ধ বালাইনাশকে ক্ষতিগ্রস্ত ৬৮ শতাংশ মানুষ

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৪: ২১

নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক অনুসন্ধানমূলক গবেষণায় রাজশাহীর ৮টি জেলার ১৯টি গ্রামে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব এলাকায় ব্যবহৃত অধিকাংশ কীটনাশক নিষিদ্ধ হলেও কৃষকেরা তা জানেন না। গবেষণায় দেখা যায়, শতকরা ৯৩.৩৭ শতাংশ ব্যবহারকারী জানেন না তারা যে কীটনাশক ব্যবহার করছেন তা নিষিদ্ধ ও বিপজ্জনক।

বারসিক আরও জানায়, বাজারে অনায়াসে এসব নিষিদ্ধ বালাইনাশক পাওয়া যাচ্ছে, কিন্তু তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর তদারকি নেই। গবেষণায় আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টিও উঠে এসেছে।

আয়োজকেরা বলেন, “নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। আইন প্রয়োগ জোরদার করতে হবে এবং কীটনাশকজনিত স্বাস্থ্যঝুঁকির তথ্য নিবন্ধনের আওতায় আনতে হবে।”

তাঁরা আরও জানান, কীটনাশকের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের দাবি জানানো হবে এবং শিগগিরই এসব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বকেয়া ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা, বিএনপির ৫ জন বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে বহিষ্কার করেছে বিএনপি।

৯ ঘণ্টা আগে

নান্দাইলে বন্ধুর বাড়ি থে‌কে আ‌রেক বন্ধুর মরদেহ উদ্ধার

সালিশে উপ‌স্থিত এক‌টি সূত্র জানায়, সেখানে রিয়াদ ই‌জিবাইক চুরির কথা স্বীকার করেন। এই চু‌রির সঙ্গে তার বন্ধু না‌দিমও জ‌ড়িত ব‌লে জানান। এ তথ‌্য পে‌য়ে সা‌লি‌শের লোকজন নাদিমকেও আটক করে সেখা‌নে উপস্থিত করে।

১ দিন আগে

'আওয়ামী লীগ' ট্যাগ দিয়ে রাবি চিকিৎসককে বহিরাগতদের মারধর

ভুক্তভোগী চিকিৎসক মো. গোলাম আজম ফয়সাল অভিযোগ করে বলেন, “একজন প্রথমে এসে আমার পরিচয় নিশ্চিত করে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে বলে আমি নাকি আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছি—এই কথা বলেই তারা মারধর শুরু করে। পরে আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। কেউ এগিয়ে আসেনি। তারা হুমকি দিয়েছে, চাকরি ছেড়ে দিতে হব

১ দিন আগে

খালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ,

১ দিন আগে