নির্বাচনের আগে আইনশৃঙ্খলার উন্নতি নিশ্চিত করবে সরকার : উপ-প্রেস সচিব

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫: ২৩

নির্বাচনের আগে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেওয়া হবে না।অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার সকাল বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ধীরে ধীরে সরকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রমাণ করে, পুলিশ তাদের দায়িত্ব পালনে সচেষ্ট।’

সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও আশ্বাস দেন তিনি। উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সেজন্য একজন নির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। সাংবাদিকদের প্রতি প্রশাসনের কোনো রাগ-অনুরাগ নেই।’

সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ে তিনি জানান, ‘গত এক বছরে বাংলাদেশ গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। সাংবাদিকদের নামে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কোনো গণমাধ্যম বন্ধ নয়, বরং নতুন চ্যানেল চালু হচ্ছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজসাক্ষী কাদের বলে, ইতিহাসের বিখ্যাত কয়েকজন রাজসাক্ষী

আন্তর্জাতিক আইনে এই ব্যক্তিদের ‘অ্যাকোম্প্লিস টার্নড প্রোসিকিউশন উইটনেস’ বলা হয়। ইংল্যান্ড, আমেরিকা বা ভারত—প্রায় সব আধুনিক বিচারব্যবস্থায়ই রাজসাক্ষীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

সন্তান কোলে নিয়ে পরীক্ষা, দেশসেরা বাগমারার শামীমা

পরীক্ষার সময় যখন বেশিরভাগ শিক্ষার্থী বই আর কলম নিয়ে ব্যস্ত, তখন এক তরুণী কোলে এক মাসের নবজাতক সন্তান নিয়ে হাজির হলেন কেন্দ্রে। সেই সন্তান নিয়েই তিন ঘণ্টার পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে হয়েছেন প্রথম।

১ দিন আগে

বাসার সামনে যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।

২ দিন আগে

কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত সাপ উদ্ধার, চিকিৎসার জন্য এক্সরে

সংগঠনের কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানিয়েছেন, দৈর্ঘ্য প্রায় ৩ ফুট প্রাপ্ত বয়স্ক এ সাপটি হলদে ও কালো রঙের এবং লাল লাল ফোটা রয়েছে। তাদের ভাষায় এটি মৃদু বিষধর কাল নাগিনী। আঘাতপ্রাপ্ত সাপটি উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এখানে এনে এক্সরে করানো হয়েছে।

২ দিন আগে