রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫: ৫৭

রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা রোববার দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান চালান। পরে আজ সোমবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযানে মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মুরাদ শেখ দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তিনি।

এর আগে ককটেলসহও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আবারও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা অধ্যক্ষ নিহত

দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) ওই গ্রামের মো. হাইম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম।

১ দিন আগে

গণগ্রেপ্তার বন্ধ না হলে প্রতিরোধ: কোটালীপাড়া বিএনপি

১ দিন আগে

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: চার আসামি ৩ দিনের রিমান্ডে

গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক

১ দিন আগে

যুবলীগ নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির আমিনুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচদিনের রিমান্ড ম

১ দিন আগে