বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় সাংবাদিক সেলিম জাহিদের ছেলে নিখোঁজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭: ২২

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। এ ঘটনায় সাংবাদিক সেলিম জাহিদের ছেলে সায়ের এখনো নিখোঁজ রয়েছেন।

সেলিম জাহিদ দৈনিক প্রথম আলো-র বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত, ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোনের মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্র্যাশ করেছে।” তিনি স্ট্যাটাসের সঙ্গে সায়েরের একটি ছবিও শেয়ার করেন।

দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (মঙ্গলবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত-আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা অধ্যক্ষ নিহত

দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) ওই গ্রামের মো. হাইম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম।

১ দিন আগে

গণগ্রেপ্তার বন্ধ না হলে প্রতিরোধ: কোটালীপাড়া বিএনপি

১ দিন আগে

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: চার আসামি ৩ দিনের রিমান্ডে

গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক

১ দিন আগে

যুবলীগ নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির আমিনুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচদিনের রিমান্ড ম

১ দিন আগে