সভাপতি রাহী সম্পাদক জহুরুল

রাবিতে ছাত্রদলের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮: ০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৯-১০ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্য কোর্সে ভর্তি আছেন। অন্যদিকে সর্দার জহিরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনিও ভাষা ইনস্টিটিউটে সান্ধ্য কোর্সে ভর্তি আছেন।

আংশিক ওই কমিটিতে শাকিলুর রহমান সোহাগকে সিনিয়র সহ-সভাপতি এবং মেহেদী হাসান, সাবিহা আলম মুনি, জান্নাতুন নাঈম তুহিনাকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া শফিকুল ইসলাম শফিককে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহেব রহমান ও জাহিন বিশ্বাস এষাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মাহমুদুল মিঠু এবং দপ্তর সম্পাদক হয়েছেন নাফিউল জীবন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। এরপর ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অধীন সব হল শাখার কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। হল কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হবে।

নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব পাওয়া যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আগামী দিনে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল ছাত্রকে ঐক্যবদ্ধ করে একটি গতিশীল, শক্তিশালী ও ছাত্রবান্ধব ছাত্রদল গঠন করতে আমরা কাজ করবো। দলের সিনিয়র নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সংসদের আস্থার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা রাজপথে থাকবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্রুতই বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এছাড়াও আবাসিক, অনাবাসিক শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী সকল হল সংসদের কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১৬ জুলাই ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক এবং শামসুদ্দিন চৌধুরী সানিনকে সদস্য সচিব করা হয়েছিল৷ এছাড়াও কমিটির ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৪ জনকে আহ্বায়ক সদস্য ঘোষণা করেছিলেন। ওই আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও চলে প্রায় ৪ বছর ধরে। অবশেষে নতুন কমিটি পেল রাবি ছাত্রদল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মধ্যরাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে বাহনটির চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

২০ ঘণ্টা আগে

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি মেরামত করে দেবে সরকার

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের ঘরবাড়ি মেরামত করে দেবে স্থানীয় প্রশাসন।

২১ ঘণ্টা আগে

দিনাজপুরে যুবদল-এনসিপির সংঘর্ষে আহত ৬

দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ী পশুর হাট থেকে হাসিল আদায়কে কেন্দ্র করে যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

২১ ঘণ্টা আগে

আজ থেকে সারাদেশে বিশেষ সতর্কতা জারি

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

১ দিন আগে