রুয়েট শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় গুরুত্ব দিতে বললেন বিশেষজ্ঞরা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৩: ২৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সামনে ব্যক্তিগত ও পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেছেন শিক্ষক, সফল পেশাজীবী ও খাতের বিশেষজ্ঞরা। যোগাযোগ দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না জানিয়ে তারা যোগাযোগ দক্ষতার দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন শিক্ষার্থীদের।

বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘মাস্টারিং কমিউনিকেশনস: দ্য কি টু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। সেমিনার আয়োজন করে রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম। তিনি বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরী।”

সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নান্দাইলে বন্ধুর বাড়ি থে‌কে আ‌রেক বন্ধুর মরদেহ উদ্ধার

সালিশে উপ‌স্থিত এক‌টি সূত্র জানায়, সেখানে রিয়াদ ই‌জিবাইক চুরির কথা স্বীকার করেন। এই চু‌রির সঙ্গে তার বন্ধু না‌দিমও জ‌ড়িত ব‌লে জানান। এ তথ‌্য পে‌য়ে সা‌লি‌শের লোকজন নাদিমকেও আটক করে সেখা‌নে উপস্থিত করে।

১ দিন আগে

'আওয়ামী লীগ' ট্যাগ দিয়ে রাবি চিকিৎসককে বহিরাগতদের মারধর

ভুক্তভোগী চিকিৎসক মো. গোলাম আজম ফয়সাল অভিযোগ করে বলেন, “একজন প্রথমে এসে আমার পরিচয় নিশ্চিত করে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে বলে আমি নাকি আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছি—এই কথা বলেই তারা মারধর শুরু করে। পরে আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। কেউ এগিয়ে আসেনি। তারা হুমকি দিয়েছে, চাকরি ছেড়ে দিতে হব

১ দিন আগে

খালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ,

১ দিন আগে

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু,পারাপারে নিষেধাজ্ঞা

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সেতুটি কাপ্তাই হ্রদের চার ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে। বুধবার দুপুর থেকে সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

১ দিন আগে