শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান মালিকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১: ৪৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো ব্যবসায়ী স্বাধীন। ছবি: সংগৃহীত

দোকান মালিক প্রতিদিনের মতো নিজের দোকানের শাটার খুলছিলেন। বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতায়িত হয় সেই শাটার। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সেই দোকান মালিকের।

শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরান বাজারে ঘটেছে এ ঘটনা। নিহত স্বাধীন মিয়া (২৫) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মো. মজনু ফকিরের পুত্র। তার দোকানের নাম স্বাধীন ইলেকট্রনিক্স।

স্থানীয়রা জানান, তালাবদ্ধ দোকানের শাটার খোলার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন স্বাধীন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি কারও নজরে পড়েনি। কিছুক্ষণ পর পাশের দোকানের লোকজন স্বাধীনের দোকান থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সেখানে হাজির হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাধীনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে স্বাধীনের ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন ইলেকট্রনিক্সে ঢুকে দোকানের ভেতরের বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে লোহার পাতের তৈরি শাটারের মধ্যে লেগে থাকতে দেখা যায়। ওই তার থেকেই বিদ্যুতায়িত হয়েছিল শাটারটি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী স্বাধীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আবারও শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

১৫ ঘণ্টা আগে

চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের নগর ভবনে অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না

১৭ ঘণ্টা আগে

প্রতিদিন ৫ কোটি টাকার আম বিক্রি, হচ্ছে রফতানিও

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মণ আম বিক্রি হয়। আর এতে টাকার পরিমাণ দাঁড়ায় ৫ থেকে ৬ কোটি টাকা। এ থেকে একদিকে সরকারের রাজস্বও আয় হয় যেমন তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলে মৌসুমি ফল আমের চাহিদাও পূরণ হয়।। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আমের কেনা বেচ

১৭ ঘণ্টা আগে

১৭ বছর পর আটপাড়া বিএনপির সম্মেলন, ব্যালটে নির্বাচিত সভাপতি-সম্পাদক

সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন মাছুম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল

১ দিন আগে