১৭ বছর পর আটপাড়া বিএনপির সম্মেলন, ব্যালটে নির্বাচিত সভাপতি-সম্পাদক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১: ২০
আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত মো. মাছুম চৌধুরী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রফিকুল ইসলাম রফিক।

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে আলহাজ মো. মাছুম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সবশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। এবার উৎসবমুখর পরিবেশে সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মাছুম চৌধুরী (ছাতা) ও খায়রুল কবীর তালুকদার (চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন মাছুম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল প্রতীকে ৮০ ভোট পান।

এর আগে দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আবারও শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

১৫ ঘণ্টা আগে

চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের নগর ভবনে অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না

১৭ ঘণ্টা আগে

প্রতিদিন ৫ কোটি টাকার আম বিক্রি, হচ্ছে রফতানিও

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মণ আম বিক্রি হয়। আর এতে টাকার পরিমাণ দাঁড়ায় ৫ থেকে ৬ কোটি টাকা। এ থেকে একদিকে সরকারের রাজস্বও আয় হয় যেমন তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলে মৌসুমি ফল আমের চাহিদাও পূরণ হয়।। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আমের কেনা বেচ

১৭ ঘণ্টা আগে

শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান মালিকের মৃত্যু

পরে স্বাধীনের ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন ইলেকট্রনিক্সে ঢুকে দোকানের ভেতরের বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে লোহার পাতের তৈরি শাটারের মধ্যে লেগে থাকতে দেখা যায়। ওই তার থেকেই বিদ্যুতায়িত হয়েছিল শাটারটি।

১ দিন আগে