বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২৩: ২৮

বাবা ছেলে দুজনই বীজতলায় ছিলেন। বাবা সেখানে কাজ করছিলেন। শিশুপুত্র বাবার পিছু পিছু এটা সেটা এগিয়ে দিচ্ছিল। এমন সময় আকাশ কালো করে বৃষ্টি নামে। বৃষ্টি ছাট থেকে বাঁচার জন্য দুজন একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ আকাশ চমকিয়ে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাবা ছেলে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকাল পাঁচটার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। নিহতরা হচ্ছেন, বাবা গোলাম মোস্তফা (৪৫) ও তাঁর পুত্র নাইম (৬)।

এলাকার লোকজন ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের পুত্র গোলাম মোস্তুফা বাড়ির উত্তরদিকে অবস্থিত বীজতলায় কাজ করছিলেন। তখন আকাশ পরিস্কার ছিল। কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়তে থাকে। এ সময় মেঘের গর্জন শুরু হয়।

নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, মেঘের গর্জন শুনে গোলাম মোস্তফা তাঁর শিশুপুত্র নাইমকে নিয়ে বীজতলা ছেড়ে পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে সেখানে বজ্রপাত ঘটে। বজ্রপাতের ঝলকে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

নিহতের চাচা আরও জানান, গত চার মাস আগে গোলাম মোস্তফা তাঁর কর্মস্থল সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে ফেরেন। ছুটি শেষ হলে আবারও সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বজ্রপাতে দুজনের মৃত্যু ঘটার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা থেকে নিহতদের বাড়িতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এলন মাস্ক যেভাবে রাজনীতিতে জড়ালেন

মাস্ক সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হলেও, তিনি প্রায়ই রিপাবলিকান দলঘেঁষা অবস্থান নেন।

১৫ ঘণ্টা আগে

পিআর নির্বাচন পদ্ধতির ভালো-মন্দ

প্রচলিত একক সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচন পদ্ধতির তুলনায় পিআর পদ্ধতি ভিন্নভাবে কাজ করে। এখানে জনগণ সরাসরি কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে একটি দল বা তালিকাভুক্ত প্রার্থীদের ভোট দেয়।

১৫ ঘণ্টা আগে

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রোববার সকাল ১০টায় প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

১৫ ঘণ্টা আগে

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা

সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ এ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-পরিজনের শাহাদাত

১৬ ঘণ্টা আগে