এইচএসসি: সেট পরিবর্তন করে পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৮: ০৫
লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের সেট পরিবর্তন করে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ভুলের জন্য তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, যশোর বোর্ডের অধীনে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ৪ নম্বর সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অথচ লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ২ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, চারটি সেটের মধ্যে কোন সেটে পরীক্ষা নেওয়া হবে, তা আগেই কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, তারা সে বিষয়টি লক্ষ্য না করেই সেট পরিবর্তন করে পরীক্ষা নিয়েছেন। দায়িত্বে এ ধরনের অবহেলার কারণে তাদের অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে সেট পরিবর্তন হলেও পরীক্ষার্থীদের ওপর বা উত্তরপত্র মূল্যায়নে এর কোনো প্রভাব পড়বে না বলে জানান অধ্যাপক আব্দুল মতিন। বলেন, এ বিষয়ে কোনো পরীক্ষার্থী যেন অহেতুক দুশ্চিন্তা না করে।

সারা দেশের মতো নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজেও গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ কেন্দ্রে ৫৬০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কারফিউ বাড়ল সকাল ৬টা পর্যন্ত, দুর্ভোগে গোপালগঞ্জবাসী

দুপুর ২টায় ফের কারফিউ শুরুর পর পুলিশ ও এপিবিএন সদস্যদের শহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। তবে কারফিউ শিথিল থাকার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেছে।

১৯ ঘণ্টা আগে

গাজীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হন চালক। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

১৯ ঘণ্টা আগে

ছেলের সামনে ট্রেনে কাটা পড়লেন মা, আরও দুই জেলায় ২ প্রাণহানি

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ দিন নেত্রকোনা ও চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আরও দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতেও হবিগঞ্জে এখন প্রাণ হারিয়েছেন ট্রেনে কাটা পড়ে।

২০ ঘণ্টা আগে

হামলা করে আমাদের দমন করা যাবে না: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।

১ দিন আগে