খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ১৪ বছরেরিএক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। গত ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেও পরিবার ঘটনাটি জানতে পেরেছে গত বুধবার (১৬ জুলাই)।
এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ ঘটনায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবার জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিশোরী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। কিন্তু এ ঘটনার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
শুক্রবার সকাল ১১টায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানিকছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে ধর্মঘট বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা অপরাধীদের বিএনপির নেতাকর্মী বলে দায়ী করেন। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমাসহ অন্যরা।
শুক্রবার দুপুরে সুষ্ঠু বিচারের দাবিতে খাগড়াছড়ি শহরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে সংবাদ সম্মেলন করে ত্রিপুরাদের সাতটি সংগঠন— বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ।
লিখিত বক্তব্যে তারা বলেন, ওই কিশোরীকে বাঁচানোর জন্য সবাই যখন ব্যস্ত, তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনাকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করেছে। এ সময় তারা কোনো মহলের প্ররোচনা বা উসকানিতে পা না দিতে সবাইকে অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক ভিক্টর ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ত্রিপুরা যুব সংসদের সভাপতি রুপক ত্রিপুরা ও ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার ওই কিশোরীর কাছ থেকে ধর্ষণের ঘটনা জানার পর রাতেই তার বাবা থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার রাতে মামলার আসামি ছয়জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন— আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। মামলার বাকি দুই আসামি মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) পলাতক। ছয় আসামিই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, চারজন আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খাগড়াছড়িতে ১৪ বছরেরিএক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। গত ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেও পরিবার ঘটনাটি জানতে পেরেছে গত বুধবার (১৬ জুলাই)।
এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ ঘটনায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবার জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিশোরী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। কিন্তু এ ঘটনার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
শুক্রবার সকাল ১১টায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানিকছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে ধর্মঘট বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা অপরাধীদের বিএনপির নেতাকর্মী বলে দায়ী করেন। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমাসহ অন্যরা।
শুক্রবার দুপুরে সুষ্ঠু বিচারের দাবিতে খাগড়াছড়ি শহরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে সংবাদ সম্মেলন করে ত্রিপুরাদের সাতটি সংগঠন— বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ।
লিখিত বক্তব্যে তারা বলেন, ওই কিশোরীকে বাঁচানোর জন্য সবাই যখন ব্যস্ত, তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনাকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করেছে। এ সময় তারা কোনো মহলের প্ররোচনা বা উসকানিতে পা না দিতে সবাইকে অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক ভিক্টর ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ত্রিপুরা যুব সংসদের সভাপতি রুপক ত্রিপুরা ও ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার ওই কিশোরীর কাছ থেকে ধর্ষণের ঘটনা জানার পর রাতেই তার বাবা থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার রাতে মামলার আসামি ছয়জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন— আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। মামলার বাকি দুই আসামি মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) পলাতক। ছয় আসামিই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, চারজন আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ দিন নেত্রকোনা ও চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আরও দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতেও হবিগঞ্জে এখন প্রাণ হারিয়েছেন ট্রেনে কাটা পড়ে।
২০ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।
১ দিন আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সহিংতা ও হতাহতের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
১ দিন আগেরাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১ দিন আগে