টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২২: ০৪
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: রাজনীতিডটকম

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালিহাতী ও সখীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম এবং সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার শিশু ছেলে সাফওয়ান।

কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খঁটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আন্তত ১০/১২ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

অপরদিকে শুক্রবার বেলা ১টার দিকে সখীপুর উপজেলার লাইফকেয়ার ক্লিনিকের সামনে ট্রাকের চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

নিহতের স্বজরা জানায়, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলন, শুক্রবার সকালে ড. আসাদুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে তার আগেই তিনি মারা গিয়েছিলেন।

২১ ঘণ্টা আগে

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।

১ দিন আগে

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলার সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমি

২ দিন আগে

স্বাক্ষর জাল করে নয়জনকে নিয়োগের অভিযোগ

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

২ দিন আগে