টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন।
তার দেখাদেখি আরও অনেকে স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোঁকার আক্রমণ নেই বললেই চলে। আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। কৃষি বিভাগ থেকেই চাষিদের সার্বিক সহযোগিতা করা হয়।
জানা যায়, সরকারি সহযোগিতায় সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের রুমা আক্তার পলিনেট হাউজে এবার টমেটোর আবাদ করেন। বাজারে সাধারণ টমেটোর দাম ২০ টাকা কেজি হলেও তিনি টমেটো বিক্রি করেছেন ৫০ টাকা কেজি করে। লাল টকটকে ও পোঁকার আক্রমণ বা কোন দাগ না থাকায় তার পলিনেট হাউজের টমেটো দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদের দিক থেকেও অতুলনীয়। মাত্র ২০ হাজার টাকা খরচ করে করে তিনি টমেটো বিক্রি করেছেন এক লাখ ২০ হাজার টাকার।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১ হাজার ৩৭৫ মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছে।
গৃহিণী রুমা আক্তার বলেন, আমি ৪ থেকে ৫ শতাংশ জমিতে পলিনেট হাউজ পদ্ধতিতে টমেটো আবাদ করেছি। এতে ফলন ভালো হয়েছে। এতে আমার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। টমেটোর ফলনও ভালো হয়েছে। কোনোপ্রকার পোকার আকক্রণ করেনি। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। যে কেউ ইচ্ছে করলে কম খরচে এ প্রদ্ধতিতে টমেটো চাষ করতে পারবেন।
স্থানীয়রা জানান, রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন টমেটো আবাদের। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই টমেটোর আবাদের মাধ্যমে।
এ ব্যাপারে টাঙ্গাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, নিয়ন্ত্রিত পরিবেশে পলিনেট হাউজ পদ্ধতিতে আবাদ করা হয়। জেলার ১২টি উপজেলায় ১২টি পলিনেট হাউজ রয়েছে। বিশেষ করে এ প্রদ্ধতিতে টমেটো আবাদ করে কৃষকরা দাম ভালো পাচ্ছেন। এছাড়াও গ্রীষ্মকালে অনেকেই পলিনেট হাউজ প্রদ্ধতিতে টমেটো আবাদ করছেন। এতে করে তারা বেশ লাভবানও হচ্ছেন।
টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন।
তার দেখাদেখি আরও অনেকে স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোঁকার আক্রমণ নেই বললেই চলে। আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। কৃষি বিভাগ থেকেই চাষিদের সার্বিক সহযোগিতা করা হয়।
জানা যায়, সরকারি সহযোগিতায় সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের রুমা আক্তার পলিনেট হাউজে এবার টমেটোর আবাদ করেন। বাজারে সাধারণ টমেটোর দাম ২০ টাকা কেজি হলেও তিনি টমেটো বিক্রি করেছেন ৫০ টাকা কেজি করে। লাল টকটকে ও পোঁকার আক্রমণ বা কোন দাগ না থাকায় তার পলিনেট হাউজের টমেটো দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদের দিক থেকেও অতুলনীয়। মাত্র ২০ হাজার টাকা খরচ করে করে তিনি টমেটো বিক্রি করেছেন এক লাখ ২০ হাজার টাকার।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১ হাজার ৩৭৫ মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছে।
গৃহিণী রুমা আক্তার বলেন, আমি ৪ থেকে ৫ শতাংশ জমিতে পলিনেট হাউজ পদ্ধতিতে টমেটো আবাদ করেছি। এতে ফলন ভালো হয়েছে। এতে আমার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। টমেটোর ফলনও ভালো হয়েছে। কোনোপ্রকার পোকার আকক্রণ করেনি। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। যে কেউ ইচ্ছে করলে কম খরচে এ প্রদ্ধতিতে টমেটো চাষ করতে পারবেন।
স্থানীয়রা জানান, রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন টমেটো আবাদের। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই টমেটোর আবাদের মাধ্যমে।
এ ব্যাপারে টাঙ্গাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, নিয়ন্ত্রিত পরিবেশে পলিনেট হাউজ পদ্ধতিতে আবাদ করা হয়। জেলার ১২টি উপজেলায় ১২টি পলিনেট হাউজ রয়েছে। বিশেষ করে এ প্রদ্ধতিতে টমেটো আবাদ করে কৃষকরা দাম ভালো পাচ্ছেন। এছাড়াও গ্রীষ্মকালে অনেকেই পলিনেট হাউজ প্রদ্ধতিতে টমেটো আবাদ করছেন। এতে করে তারা বেশ লাভবানও হচ্ছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলন, শুক্রবার সকালে ড. আসাদুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে তার আগেই তিনি মারা গিয়েছিলেন।
১ দিন আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।
১ দিন আগেপ্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলার সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমি
২ দিন আগেএ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২ দিন আগে