কালুরঘাট সেতুতে ট্রেনে চাপা পড়ল ৪/৫টি যানবাহন, একাধিক প্রাণহানির খবর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০০: ৩১
কালুরঘাট সেতুতে ওঠার মুখে ট্রেনটির নিচে চাপা পড়ে অটোরিকশাসহ একাধিক যানবাহন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কালুরঘাট রেল সেতুতে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহন একটি চলন্ত ট্রেনের নিচে চাপা পড়েছে। ওই যানবাহনগুলো সিগন্যাল না মেনে সেতুতে উঠে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী ও ট্রেনের কর্মীরা একাধিক প্রাণহানির তথ্য জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের নিচে চাপা পড়ে যানবাহনগুলো।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে কাজ করছে। রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। পর্যটক এক্সপ্রেস এখনো দুর্ঘটনাস্থল ছেড়ে যেতে পারেনি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশা, টমটমসহ কয়েকটি গাড়ি পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়েছে। এতে একজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও পর্যটক এক্সপ্রেসের একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার পথে রওয়ানা দেয়। রাত সোয়া ১০টার দিকে ট্রেনিটি বোয়ালখালীর গোমদণ্ডী রেলস্টেশন অতিক্রম করে কালুরঘাট সেতুতে প্রবেশ করে। এ সময় সেতুর ওপর কয়েকটি যানবাহন থাকায় সেগুলো ট্রেনের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেল সেতু দিয়ে ট্রেনের পাশাপাশি অন্যান্য যানবাহনও চলাচল করে। একমুখী এই সেতু দিয়ে ট্রেন অতিক্রমের সময় দুপাশে অন্যান্য যানবাহনের প্রবেশ বন্ধ থাকে৷ তবে অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনগুলো রেললাইন ঘেঁষে ট্রেনের সেতু পার হওয়ার জন্য অপেক্ষমাণ থাকে।

প্রত্যক্ষদর্শী ও পর্যটক এক্সপ্রেসের একাধিক কর্মী রাজনীতি ডটকমকে জানান, ট্রেনটি কালুরঘাট সেতুতে ওঠার আগে সিগন্যাল দেওয়া হয়েছিল। সেই সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় কয়েকটি যানবাহন। এ সময় ট্রেন সেতুত্ব উঠে পড়লে দুর্ঘটনা ঘটে। চার থেকে পাঁচটি যানবাহন ট্রেনটির নিচে চাপা পড়েছে বলে জানিয়েছেন দুর্ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি।

রক্তাক্ত অবস্থায় এক শিশুসহ কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

এদিকে দুর্ঘটনার দুই ঘণ্টা পেরিয়ে গেলেও পর্যটক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে রওয়ানা দিতে পারেনি। ট্রেনের একাধিক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রেন আটকে থাকার সময় উপস্থিত জনতা ট্রেনটিতে ঢিল ছোড়াসহ হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করেছে। তবে এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সময়সূচি অনুযায়ী ট্রেনটির চট্টগ্রাম পৌঁছানোর কথা ছিল রাত ১১টার দিকে। একাধিক যাত্রী জানান, রাত সাড়ে ১১টায় তাদের চট্টগ্রাম রেল স্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেনে চড়ার কথা ছিল। দুর্ঘটনার কবলে পড়ায় তাদের সেই ট্রেন মিস করতে হয়েছে। রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মধ্যরাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে বাহনটির চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

৮ ঘণ্টা আগে

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি মেরামত করে দেবে সরকার

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের ঘরবাড়ি মেরামত করে দেবে স্থানীয় প্রশাসন।

৯ ঘণ্টা আগে

দিনাজপুরে যুবদল-এনসিপির সংঘর্ষে আহত ৬

দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ী পশুর হাট থেকে হাসিল আদায়কে কেন্দ্র করে যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

৯ ঘণ্টা আগে

আজ থেকে সারাদেশে বিশেষ সতর্কতা জারি

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

১০ ঘণ্টা আগে