আন্ধারমানিক নদীর তীরে চিত্রাঙ্কন, প্লাস্টিক দূষণ রোধের অঙ্গীকার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১: ৫২
আন্ধারমানিক নদীর তীরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: রাজনীতি ডটকম

‘প্লাস্টিক দূষণের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়ে গেল ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষ্যে কলাপাড়া উপজেলায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) পরিবেশ দিবস সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নিয়ে সবাই প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রত্যয় জানান।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ দিন সকাল ১১ টায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার উন্নত করা ও প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবিলায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

সেখানে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও পরিবেশ কর্মী মোস্তফা জামান সুজন, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, তানজিল জামান জয়, নাজমুস সাকিবসহ অন্যরা।

বক্তারা আন্ধারমানিক নদীর দূষণ বন্ধে প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা বন্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তাগিদ দেন।

মানববন্ধন শেষে শিশুদের অংশগ্রহণে নদীর পারেই পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সব অংশগ্রহণকারীকে ফলদ গাছের চারা দেওয়া হয়।

অংশগ্রহণকারী সবাই কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে প্লাষ্টিক দূষণমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বায়ু শক্তি নিয়ে প্রশিক্ষণ পাচ্ছেন রুয়েটের ১০৮ শিক্ষক-শিক্ষার্থী

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইইইএসের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।

১৪ ঘণ্টা আগে

ফের পেছাল রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

১৫ ঘণ্টা আগে

রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

১৫ ঘণ্টা আগে

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তি

১৫ ঘণ্টা আগে