সারা দেশে চিরুনি অভিযান শুরু আজ থেকেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৪: ৪৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে আজ রবিবার থেকেই একযোগে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।”

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনায় ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। দোষীদের কঠোর আইনের আওতায় আনা হবে, তারা যে পরিচয়েরই হোক না কেন। সরকারের অবস্থান স্পষ্ট—অপরাধী কোনো অবস্থাতেই রেহাই পাবে না।”

তিনি জানান, এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইভাবে খুলনায় সংঘটিত অপর আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, “দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই আমাদের দায়িত্বসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে বলে আমরা আশাবাদী।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে বেরোবি ভিসি ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

আজ শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রংপুরের জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

৮ ঘণ্টা আগে

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আ. লীগের হামলা

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ও

৮ ঘণ্টা আগে

উপমহাদেশে পর্তুগিজ জলদস্যুদের তাণ্ডব

১৫০০ সালের আশপাশে যখন ইউরোপীয় বণিকেরা জলপথে এশিয়ায় পৌঁছাতে থাকে, তখন ভারতের পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করে পর্তুগিজরা। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কালিকটে (বর্তমান কেরালা) এসে পৌঁছান, আর এরপরই শুরু হয় পর্তুগিজদের সুনির্দিষ্ট পরিকল্পনায় সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযান।

৯ ঘণ্টা আগে

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িতে ছাত্রলীগের হামলা

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদরের ইউএনও এম রকিবুল হাসান। তবে হামলায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

১০ ঘণ্টা আগে