দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭: ২৩

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়।

এডিপির খসড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরের (২০২৪-২৫) মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে তা থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন এডিপিতে সরকারি তহবিল থেকে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা। বরাদ্দকৃত অর্থ দিয়ে মোট ১,১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে বরাদ্দ ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ।

এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত- ৩২ হাজার ৩৯২ কোটি টাকা (১৪.০৮ শতাংশ), শিক্ষা খাত- ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২ শতাংশ), গৃহায়ন ও নগরায়ণ- ২২ হাজার ৭৭৬ কোটি টাকা (৯.৯০ শতাংশ), এবং স্বাস্থ্য খাত- ১৮ হাজার ১৪৮ কোটি টাকা (৭.৮৯ শতাংশ)।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৩,৪৭২ কোটি, কৃষি খাত: ১০,৭৯৫ কোটি, পরিবেশ ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ৩,৮৯৪ কোটি, ধর্ম ও সংস্কৃতি: ৩,৬৭৫ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা: ২,৭৭৭ কোটি, সামাজিক সুরক্ষা: ২,০১৮ কোটি, সরকারি সেবা: ১,৮৭৭ কোটি ও প্রতিরক্ষা খাত: ৪৭৫ কোটি টাকা।

সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে চাওয়া হয়েছিল ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা। তবে বাস্তবায়ন সক্ষমতা ও অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁট করে তা ২ লাখ ৩০ হাজার কোটিতে সীমিত রাখা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে ১৩৬৪ টাকা বাড়ল সোনার দাম

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ ভালো মানের ২১ ক্যারেটের ক্যাডমিয়াম সোনার দাম রোববার থেকে পড়বে প্রতি ভরি এক লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

১ দিন আগে

মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আইন করতে হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, একটা নতুন ব্যাংক হতে হবে। এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে।

২ দিন আগে

সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি

গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও সেই তুলনায় বাজারে সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। ৭০ থেকে ৮০ টাকার সবজির দাম কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

৩ দিন আগে

দেশের বাজারে কমেছে সোনার দাম

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে